বেশ ঘটা করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন শাকিব খান। ভক্তদের জানিয়েছিলেন, এখন থেকে নতুন নতুন কাজের খবর পাওয়া যাবে ইনস্টাগ্রামে। ভক্তরাও প্রিয় তারকার আইডি ফলো করতে শুরু করেন। কিন্তু হায়! ২১ নভেম্বর খোলা অ্যাকাউন্ট টিকল না তিন দিনও। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আসল শাকিব খানকেই ভেবে নিল নকল। কারণ শাকিব খান নামে আগে থেকেই ইনস্টাগ্রামে অনেক অ্যাকাউন্ট। তাই ২১ নভেম্বর খোলা শাকিব খানের অ্যাকাউন্ট ব্লক করে দেয় ইনস্টাগ্রাম। এ ঘটনায় বিব্রত ‘হিরো দ্য সুপারস্টার’। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার চেষ্টা করছেন অভিনেতা। বলেন, ‘হয়তো দু-এক দিন লাগবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইনস্টাগ্রামের নকল শাকিব খানদের ব্লক করে আসল শাকিব খানকে জায়গা করে দেবে তারা।’
মন্তব্য