kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

কভিড টেস্ট কুইন

রংবেরং ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকভিড টেস্ট কুইন

হালে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশেই ক্রিকেট হচ্ছে জৈব সুরক্ষাবলয়ে, যেখানে খেলোয়াড়-কোচ-কর্মকর্তাসহ সবার ঘন ঘন করোনা পরীক্ষা করা হয়। এই নিয়মে পড়ে এরই মধ্যে ২০ বার কভিড-১৯ টেস্ট করে ফেলেছেন প্রীতি জিনতা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের [আইপিএল] দল ‘কিংস ইলেভেন পাঞ্জাব’-এর অন্যতম কর্ণধার  প্রীতি টুর্নামেন্টের শুরু থেকেই আছেন সংযুক্ত আরব আমিরাতে। প্রতিযোগিতার প্রটোকল মেনে অন্য সবার মতো তাঁকেও নিয়মিত করোনা পরীক্ষা করাতে হচ্ছে। দিন দুই আগে নিজের ইনস্টাগ্রামে কভিড-১৯ পরীক্ষার একটি ভিডিও করেন। এতবার করোনা পরীক্ষা করা নিয়ে মজা করে নিজেকে ‘কভিড টেস্ট কুইন’ বলে দাবি করেন তিনি। বলেন, ‘সবাই জানতে চায় জৈব সুরক্ষাবলয় জিনিসটা আসলে কী? এটা শুরু হয় ছয় দিনের কোয়ারেন্টিন দিয়ে, তিন-চার দিন পর পর করোনা টেস্ট হয় এবং অবশ্যই কোনোভাবেই বাইরে যাওয়া যায় না। মনে হয় এটা আমার বিশতম করোনা টেস্ট। আমি কভিড টেস্ট কুইন হয়ে গেছি।’

সূত্র : জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা