kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► ১৭ অক্টোবর ‘গাঙচিল’ ছবির শুটিংরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। এখন তিনি বিশ্রামে রয়েছেন।

► করোনামুক্ত হয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান।

► মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ ছবিতে জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও আঁচল।

► ২৩ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে চলবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’।

► সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অভিনেতার শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গই আগের চেয়ে অনেক বেশি সচল।

► নভেম্বরে দুবাইয়ে ‘আরিয়া’র সিক্যুয়ালের শুটিং শুরু করবেন সুস্মিতা সেন।

► ‘জেমস বন্ড’ প্রযোজক বারবারা ব্রোকোলি বলেছেন, নতুন জেমস বন্ড শ্বেতাঙ্গ না-ও হতে পারেন, তবে নারী হওয়ার সম্ভাবনা খুবই কম।

► ১৯৪০ ও ১৯৫০-এর দশকের জনপ্রিয় হলিউড অভিনেত্রী রনডা ফ্লেমিং ৯৭ বছর বয়সে মারা গেছেন।

► ডিসি কমিকস অবলম্বনে নতুন সিনেমা প্রযোজনা করবেন মাইকেল বি জর্ডান।

মন্তব্য