ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
৭২তম এমি অ্যাওয়ার্ডস

শিট’স ক্রিক, জেনডায়ার ইতিহাসের রাত

লতিফুল হক
লতিফুল হক
শেয়ার
শিট’স ক্রিক, জেনডায়ার ইতিহাসের রাত

‘গেম অব থ্রোনস’ না থাকলেও এমিতে গেল বছরই শেষ হওয়া সিরিজটির শূন্যতা অনুভব করেনি এইচবিও। এবারও সর্বোচ্চ পুরস্কার [৩০টি] ঘরে তুলেছে চ্যানেলটি। অবশ্য বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর ভোরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের এমিতে সবচেয়ে বেশি (সাত) পুরস্কার জিতেছে এবিসি চ্যানেলের সিচুয়েশন কমেডি ‘শিট’স ক্রিক’। সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল এইচবিও সুপারহিরো সিরিজ ‘ওয়াচম্যান’।

‘শিট’স ক্রিক’ অভিনয়ের চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে, যা  কমেডি অথবা ড্রামা সিরিজের ক্ষেত্রে প্রথম। এক আসরে গুরুত্বপূর্ণ সাত পুরস্কার জেতার ইতিহাসও এই প্রথম। ‘শিট’স ক্রিক’ আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ হয়েছে। এতে অভিনয়ের জন্য কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে ইউজি লেভি ও ক্যাথেরিন ও’হারা।
‘ওয়াচম্যান’-এর জন্য লিমিটেড সিরিজ অর মুভি ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী রেজিনা কিং। লিমিটেড সিরিজ অর মুভি ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন মার্ক রাফালো [আই নো দিস মাচ ইজ ট্রু]। এবারের আসরে সবচেয়ে আলোচিত ২৪ বছর বয়সী অভিনেত্রী জেনডায়া। এমির ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।
এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’তে নেশাগ্রস্ত তরুণীর ভূমিকায় অভিনয় করে এই পুরস্কার জিতেছেন জেনডায়া। জেনিফার অ্যানিস্টন, অলিভিয়া কোলম্যানের মতো অভিনেত্রীদের হারিয়ে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জেনডায়া, ‘এখনো বিশ্বাস হচ্ছে না আমিই জিতেছি। আমার সঙ্গে মনোনয়ন পাওয়া প্রত্যেককেই আমি অসম্ভব শ্রদ্ধা করি, এই পুরস্কার আমার কাছে বিশেষ কিছু।’ জেনডায়ার পুরস্কার জেতাটা যেন এবারের এমির প্রতীকী ছবি। কারণ এবারের বেশির ভাগ পুরস্কারই গেছে কৃষ্ণাঙ্গ অভিনেতা-অভিনেত্রীদের ঘরে।
অভিনয় ক্যাটাগরির ১৮ পুরস্কারের মধ্যে ৯টিই পেয়েছেন ‘কালো’রা, যা এমির ইতিহাসে প্রথম। ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন জেরেমি স্ট্রং [সাকসেশন]। এই ‘সাকসেশন’ ড্রামা ক্যাটাগরিতে সেরা সিরিজ হয়েছে।

করোনার কারণে এমি হয়েছে ভার্চুয়ালি। ছিল না রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি। একা ছিলেন শুধু উপস্থাপক জিমি কিমেল। তাঁর সঙ্গে ১০০টির বেশি স্থান থেকে সরাসরি যুক্ত হন পুরস্কারজয়ীরা। তবে কিছু সময়ের জন্য সরাসরি হাজির ছিলেন জেনিফার অ্যানিস্টন। অনুষ্ঠানের শুরুতে জিমির সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাঁকে। অ্যানিস্টন পরে চমকে দেন বাড়ি থেকে যুক্ত হয়েও। কারণ তখন তাঁর সঙ্গে ছিলেন লিসা কুড্রো ও কোর্টনি কক্স! সব মিলিয়ে ‘ফ্রেন্ডস’-এর পুনর্মিলনীর মঞ্চও ছিল এবারের এমি।

 

সূত্র : এএফপি, বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ