‘গেম অব থ্রোনস’ না থাকলেও এমিতে গেল বছরই শেষ হওয়া সিরিজটির শূন্যতা অনুভব করেনি এইচবিও। এবারও সর্বোচ্চ পুরস্কার [৩০টি] ঘরে তুলেছে চ্যানেলটি। অবশ্য বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর ভোরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের এমিতে সবচেয়ে বেশি (সাত) পুরস্কার জিতেছে এবিসি চ্যানেলের সিচুয়েশন কমেডি ‘শিট’স ক্রিক’। সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল এইচবিও সুপারহিরো সিরিজ ‘ওয়াচম্যান’।
৭২তম এমি অ্যাওয়ার্ডস
শিট’স ক্রিক, জেনডায়ার ইতিহাসের রাত
লতিফুল হক


করোনার কারণে এমি হয়েছে ভার্চুয়ালি। ছিল না রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি। একা ছিলেন শুধু উপস্থাপক জিমি কিমেল। তাঁর সঙ্গে ১০০টির বেশি স্থান থেকে সরাসরি যুক্ত হন পুরস্কারজয়ীরা। তবে কিছু সময়ের জন্য সরাসরি হাজির ছিলেন জেনিফার অ্যানিস্টন। অনুষ্ঠানের শুরুতে জিমির সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাঁকে। অ্যানিস্টন পরে চমকে দেন বাড়ি থেকে যুক্ত হয়েও। কারণ তখন তাঁর সঙ্গে ছিলেন লিসা কুড্রো ও কোর্টনি কক্স! সব মিলিয়ে ‘ফ্রেন্ডস’-এর পুনর্মিলনীর মঞ্চও ছিল এবারের এমি।
সূত্র : এএফপি, বিবিসি
সম্পর্কিত খবর

অন্তর্জাল
সরজমিন

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।
টিভি হাইলাইটস
কাজিনস

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।