ডলি কিটি অওর ওহ চমকতে সিতারে
দিল্লির এক গৃহিণীর জীবনে নানা টানাপড়েন, শহরে নতুন আসা চাচাতো বোনকে নিয়ে হয় আরেক মুশকিল। দুজন মিলে ঠিক করে সব ভুলে নিজেদের মতো করে বাঁচবে। ওয়েব ছবিটি ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেনশর্মা ও ভূমি পেদনেকর।