kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

মা হারালেন অপু

রংবেরং প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমা হারালেন অপু

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা গেছেন অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। ক্যারিয়ারের শুরু থেকে মেয়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। অপুর জীবনের অনেক চড়াই-উতরাই পেরোনোর সময়ও ছিলেন পাশে। অপুও ভীষণ ভালোবাসতেন মাকে। মায়ের কথা ভেবেই করোনার শুরুতে বাসা থেকে বের হতেন না। চার মাস গৃহবন্দি থাকার পর ৬ জুলাই প্রথমবার মাকে নিয়ে বাসার সামনে হাঁটতে বের হয়েছিলেন। এরপর খুব জরুরি না হলে নিজেও কখনো বের হননি ‘ঢালিউড কুইন’। এতটা সচেতন হওয়ার পরও শেষরক্ষা হলো না। করোনাতেই প্রাণ গেছে অভিনেত্রীর মা শেফালীর। খবরটি নিশ্চিত করেছেন ল্যাবএইডের পাবলিক রিলেশন অফিসার চৌধুরী মেহের খুদা। তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় মাকে হাসপাতালে নিয়ে আসেন অপু বিশ্বাস। তিনি করোনা আক্রান্ত ছিলেন। অবস্থা খারাপ দেখে কভিড ইউনিটের আইসিইউয়ে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আবেগাপ্লুত অপু বিশ্বাস বলেন, ‘আমার মা যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকেন অনুগ্রহ করে তাঁকে ক্ষমা করে দেবেন। মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।’

মন্তব্য