করোনার কারণে অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানের মতো ক্ষতির মুখে পড়েছে স্টার সিনেপ্লেক্স। সরকারের সহায়তা না পেলে বন্ধ হয়ে যেতে পারে দেশের অভিজাত মাল্টিপ্লেক্সটি! ১২ আগস্ট সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক মাহবুব রহমান রুহেল। সিনেপ্লেক্সের মহাখালী শাখায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিপণিবিতান, রেস্তোরাঁ, পাঁচতারা হোটেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট, পর্যটনসহ দেশের অর্থনীতির প্রায় সব খাত সচল করে দেওয়া হয়েছে, শুধু সিনেমা হল বন্ধ। এটা খুব হতাশাজনক।
প্রধানমন্ত্রী সমীপে
স্টার সিনেপ্লেক্সের সাত দফা দাবি
রংবেরং প্রতিবেদক

চীন, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্সসহ করোনা আক্রান্ত বিভিন্ন দেশে সিনেমা হল খুলে দেওয়ার উদাহরণ টেনে রুহেল বলেন, ‘সংস্কৃতি ও বিনোদন সংশ্লিষ্ট শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তাও করছে বিভিন্ন দেশের সরকার। দুই ট্রিলিয়ন ডলার আর্থিক সহায়তা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে পাঁচ বিলিয়ন ইউরো।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সাত দফা দাবি তুলে ধরা হয়।
ঢাকার বিভিন্ন বিপণিবিতানে ১৫টি পর্দা রয়েছে মাল্টিপ্লেক্সটির। মিরপুরে চতুর্থ শাখা চালুর প্রস্তুতি সম্পন্ন। ২০১৮ ও ২০১৯ সালে উচ্চ সুদে ব্যাংকঋণ নিয়ে স্টার সিনেপ্লেক্সের তিনটি নতুন শাখা চালু করা হয়। দীর্ঘদিন আয় বন্ধ থাকায় ঋণের সুদ এবং কর্মীদের বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়ছে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাহবুব রহমান রুহেল বলেন, ‘এই দুঃসময়ে আমাদের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই পারেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া চলচ্চিত্রশিল্প এবং এর সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ ও তাদের পরিবারকে রক্ষা করতে।’
সম্পর্কিত খবর

অন্তর্জাল
আপ জ্যায়সা কোয়ি

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি ‘আপ জ্যায়সা কোয়ি’। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

চলচ্চিত্র
অঙ্গার

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

টিভি হাইলাইটস
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘টকিং মুভিজ’। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।
।

কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
রংবেরং প্রতিবেদক

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’র দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া ‘আলী’সহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।