kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

এবার মন্তব্য বন্ধ

রংবেরং ডেস্ক   

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার মন্তব্য বন্ধ

আলিয়া ভাট

গেল কয়েক বছর ধরেই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের সঙ্গে লড়ছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ফের স্বজনপ্রীতি বিতর্ক সামনে আসায় তারকা পুত্র-কন্যারা পড়েছেন আরো বিপদে। এর আগে সোনাক্ষী সিনহা টুইটার ছেড়েছেন, সোনম কাপুর ইনস্টাগ্রামে মন্তব্য বন্ধ করেছিলেন। এবার আলিয়া ভাট ইনস্টাগ্রাম ও টুইটারে মন্তব্য বন্ধ করলেন। বাবা মহেশ ভাটের পরিচালনায় আলিয়ার নতুন ছবি ‘সড়ক ২’ ওটিটি প্ল্যাটফর্মে আসবে এ মাসের শেষে। দিন দুয়েক আগে ছবির পোস্টার শেয়ার করে আলিয়া লিখেছিলেন ‘স্বর্গের পথে’। ব্যস, এর পরই শুরু হয় নেতিবাচক ও কুরুচিকর মন্তব্য। পরে অবস্থা এমনই বেগতিক হয় যে ৯ আগস্ট সব সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য অপশন বন্ধ করে দেন অভিনেত্রী। এ নিয়ে ভালো বিপদে পড়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। ছবি মুক্তি উপলক্ষে তারা আলিয়াকে নিয়ে আরো বেশি প্রচার চেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কার্যত সেটা অসম্ভব হয়ে পড়েছে। জানা গেছে, ছবির প্রচারের জন্য ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম আলিয়ার সাক্ষাৎকার চেয়েও পায়নি।

আপাতত সাক্ষাৎকার দেবেন না বলে জানিয়েছেন।

সূত্র : মিড ডে

মন্তব্যসাতদিনের সেরা