kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

আরো খবর

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► সুরকার ও সংগীত পরিচালকদের সংগঠন ‘মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ’। ৪ আগস্ট সন্ধ্যায় শেখ সাদী খানকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

► করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নিখিল ওরফে নীল ভট্টাচার্য।

► ২০২১ সালে জনপ্রিয় স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম ও শেষ কিস্তির মুক্তি নিশ্চিত করেছে নেটফ্লিক্স।

► তৃতীয় কিস্তিতেই শেষ হবে ‘ওয়ান ওম্যান’ ইঙ্গিত দিয়েছেন পরিচালক প্যাটি জেনকিন্স।

► করোনার কারণে এবার ডিজিটালি হবে আমেরিকান আইডলের অডিশন।

► লিওনার্দো ডিকাপ্রিওর প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। চুক্তির আওতায় সামনের কয়েক বছরের অ্যাপলের জন্য টিভি সিরিজ ও তথ্যচিত্র তৈরি করবে ডিকাপ্রিওর কম্পানি। 

► ভারতীয় থিয়েটারের অন্যতম পুরোধা ইব্রাহিম আলকাজি ৯৪ বছর বয়সে মারা গেছেন।

► জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি বিয়ে করলেন শন পেন।

► ৪ সেপ্টেম্বর ডিজনি প্লাসে মুক্তি পাবে ‘মুলান’। ছবিটি দেখতে ডিজনির গ্রাহকদেরও অতিরিক্ত ৩০ ডলার খরচ হবে।

মন্তব্যসাতদিনের সেরা