kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

টমের জুতায় পা

রংবেরং ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটমের জুতায় পা

২০১৬ সালের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। বিবিসির ছয় পর্বের এই মিনি সিরিজটি এতটাই জনপ্রিয় ছিল যে প্রধান অভিনেতা টম হিডলস্টনকে নতুন জেমস বন্ড করার দাবিও উঠেছিল। এবার সিরিজটির ভারতীয় সংস্করণ আসছে, যেখানে টমের চরিত্র করবেন হৃতিক রোশান। চূড়ান্ত ঘোষণা না এলেও লকডাউনের সময় বড় বাজেটের প্রজেক্টটি নিয়ে হৃতিক বেশ কয়েকটি ভার্চুয়াল সংলাপে অংশ নিয়েছেন বলে জানা গেছে। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হৃতিক আগে থেকেই এই এস্পিওনাজ থ্রিলারের ভক্ত। তাই প্রস্তাব পেয়ে না করেননি। সিরিজটি কারা নির্মাণ করবেন সে বিষয়েও জানা যায়নি।

সূত্র : ডেকান ক্রনিকল

মন্তব্যসাতদিনের সেরা