kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

বরুণ চমক

রংবেরং ডেস্ক   

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরুণ চমক

টানা লকডাউনের কারণে ঘরবন্দি থাকতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সম্ভবত শিশু-কিশোরদের। দীর্ঘদিন স্কুলে না যাওয়া, ঘরবন্দি থাকার ফলে অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মানসিকভাবে চাঙ্গা রাখার এক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। মহারাষ্ট্রের নাসিকের সেন্ট লরেন্স হাই স্কুল ও জুনিয়র কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও আড্ডায় যুক্ত হয়েছিলেন তিনি। উদ্যোগটি মূলত চিত্রনাট্যকার শাশংক খৈতানের স্ত্রী নলিনি দত্ত খৈতানের। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে এই উদ্যোগ নিয়েছেন তিনি। ‘কী অসাধারণ সময় কাটল। সত্যি বলতে এই কঠিন সময়ে এই আনন্দের কোনো তুলনা হয় না। নলিনিকে অনেক ধন্যবাদ আমাকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার জন্য’, ইনস্টাগ্রামে লেখেন বরুণ। দীর্ঘ সময় ধরে ধৈর্য নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন শোনা ও মজার সব উত্তর দেওয়ায় সেন্ট লরেন্স স্কুল কর্তৃপক্ষও অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানায়। 

 

সূত্র : হিন্দুস্থান টাইমস

মন্তব্য