নওশীনের অতিথি মীর
অনেক দিন ধরেই আমেরিকায় নওশীন নাহরীন। সেখানে বসেই নিজের ইউটিউব চ্যানেলের জন্য একের পর এক কনটেন্ট তৈরি করছেন। ‘উইথ নওশীন’ শিরোনামে বিভিন্ন অঙ্গনের তারকাদের সাক্ষাৎকার নিয়েছেন অভিনেত্রী-রেডিও জকি-উপস্থাপিকা। তাহসান, নুসরাত ফারিয়া, শবনম ফারিয়ার পর তাঁর অতিথি হয়েছেন ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলী।