kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

এখনই নয়

রংবেরং প্রতিবেদক   

৭ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখনই নয়

দীর্ঘ বিরতির পর গত সপ্তাহেই শুটিংয়ের অনুমতি দেয় ছোট পর্দার সংগঠনগুলো। কিন্তু অনুমতি মিললেও শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা চঞ্চল চৌধুরী। থাকতে চান আরো কিছুদিন অপেক্ষায়। চঞ্চল বলেন, ‘এটা স্বাধীন পেশা। আমি চাইলে শুটিং করতে পারি, আবার ইচ্ছা না করলে নাও করতে পারি। এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই মুহৃর্তে শুটিং করা মানে ঝুঁকি নেওয়া। আমি নিজের মাধ্যমে আমার পুরো পরিবারকে ঝুঁকিতে ফেলতে চাই না। অন্যরা শুটিং করলে করতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আমি অপেক্ষা করব সব কিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত। তারপর শুটিং।’

মন্তব্য