► স্বাস্থ্যবিধি মেনে ১০ জুন থেকে শুরু হচ্ছে ওপার বাংলার চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের শুটিং।
► ব্রিটিশ একাডেমি টেলিভিশন ক্রাফট অ্যাওয়ার্ডস-এর মনোনয়ন ঘোষিত হয়েছে। অনুমিতভাবেই এইচবিওর মিনি সিরিজ ‘চেরনোবিল’ সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়েছে। করোনার কারণে এবার মিলনায়তনে না হয়ে ১৭ জুলাই অনলাইনে ঘোষণা করা হবে এ পুরস্কার।
► করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মার্কিন গায়ক অভিনেতা ক্রিস ট্রুসডেল। ৩৪ বছর বয়সী এই শিল্পী ২ জুন ক্যালিফোর্নিয়ায় মারা যান।
► যুক্তরাষ্ট্রে আইন প্রণয়ন কাঠামো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে আশঙ্কা লেডি গাগার। সম্প্রতি পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যু প্রসঙ্গে এ মত দিয়েছেন গায়িকা।
আরেক গায়িকা বিয়ন্সেও এ ঘটনার প্রতিবাদ করেন এবং আন্দোলনকারীদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার আহবান জানান।
► এ বছরের বিভিন্ন সময়ে নিহত তিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড, আহমদ আরবেরি ও ব্রিয়োনা টেইলরের পরিবারকে ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন কেনি ওয়েস্ট।