ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

চলচ্চিত্র

অন্যান্য
অন্যান্য
শেয়ার
চলচ্চিত্র

লাভ আজকাল : অভিনয়ে কার্তিক আরিয়ান, সারা আলী খান। পরিচালনায় ইমতিয়াজ আলী। রাত ৮টা ৫৫ মিনিট, স্টার গোল্ড।

গল্পসূত্র : একটা বারে জোয়ি আর বীরের দেখা।

দুজন ঠিক করে একসঙ্গে সময় কাটাবে। কী ভেবে সরে দাঁড়ায় বীর। এরপর ফের মেয়েটির পিছু নেয়।     ত্যক্ত-বিরক্ত হয়ে বীরকে পিছু নিতে বারণ করে জোয়ি।

 

স্বামী নিয়ে যুদ্ধ : অভিনয়ে ফেরদৌস, শাবনূর, মৌসুমী। পরিচালনায় আজাদী হাসনাত ফিরোজ। সকাল ১০টা ৪৫ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : প্রেমের বিয়ে রাজু-আলোর।

একদিন অফিসে যাওয়ার পথে গুণ্ডাদের হাতে মার খেয়ে বদলে যায় রাজু। তার মনে পড়ে, সে আসলে রাজু নয়, সুমন। ফিরে যায় মা-বাবার কাছে। এদিকে রাজুকে খুঁজতে থাকে আলো। তার দেখা পেলেও স্বামী তাকে চিনতে পারে না।

 

সেদিন দেখা হয়েছিল : অভিনয়ে দেব, শ্রাবন্তী, তাপস পাল। পরিচালনায় সুজিত মণ্ডল। স্টার জলসা, রাত ৯টা।

গল্পসূত্র : প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালায় নন্দিতা। বাবা নীলকণ্ঠ কঠোর মানুষ। মেয়ের খোঁজ পেতে কবিতার সব বন্ধুকেই ধরে আনে। তাদের একজনের সঙ্গেই নীলকণ্ঠর ছোট মেয়ে নন্দিতার প্রেম হয়।

 

প্রিডেটর : অভিনয়ে আর্নল্ড শোয়ার্জেনেগার, কার্ল উইদার্স। পরিচালনায় জন ম্যাকটিয়ার্নান। রাত ১০টা, স্টার মুভিজ।

গল্পসূত্র : দক্ষিণ আমেরিকার এক জঙ্গলে কারা যেন মার্কিন বাহিনীর হেলিকপ্টার আটকে রেখেছে। উদ্ধার অভিযানে যায় মেজর ডাচ শিফারের দক্ষ কমান্ডো বাহিনী আর সিআইএ এজেন্ট ডিলিয়ন। একসময় তারা টের পায় তাদের প্রতিপক্ষ মানুষ নয়, অন্য কিছু।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন সূর্য দীঘল বাড়িখ্যাত বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। 

গানচিত্রের মডেল হয়েছেন শবনম বুবলী। তানিম রহমান অংশুর নির্মাণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে গানচিত্রটির শুটিং।

কলকাতার আকাশ সেনের সুরে গানটি কে গেয়েছেন, তা জানাননি সংশ্লিষ্টরা।

ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। ব্যান্ডটি থেকে অনেক আগেই তিনি সরে এসেছেন। তবে সে ব্যান্ডটি এগিয়ে এসেছে তাঁর চিকিৎসা সহায়তায়।

২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ইমরান। এতে মেকানিক্সের সঙ্গে পারফরম করবে সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, পাওয়ারসার্জসহ আটটি ব্যান্ড।

প্রাসঙ্গিক
মন্তব্য

এক মলাটে জুলাইয়ের ৬৩ গান

শেয়ার
এক মলাটে জুলাইয়ের ৬৩ গান

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে যেসব গান প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, সেই গানগুলো এবার পাওয়া যাবে এক মলাটে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে জুলাইয়ের গান শিরোনামে বইটি শিগগির প্রকাশ করা হবে। মনজুর হোসেন বলেন, আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। ঠিক সেই সময়ে কথা ক শিরোনামে একটি গান প্রকাশ করেন বাংলাদেশি র‌্যাপার মোহাম্মদ সেজান। পাশাপাশি র‌্যাপার হান্নান করেন আওয়াজ উডা বাংলাদেশ। দ্রুত তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে গানগুলো।
নতুন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। এর বাইরে আরো বেশ কয়েকটি গান তখন মানুষকে সাহস জোগায়। ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব গান প্রকাশিত হয়েছে, সেখান থেকে ৬৩টি গানের সংকলন এই জুলাইয়ের গান

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো

শেয়ার
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানের দৃশ্য

দুই সিজনের সাফল্যের পর নেটফ্লিক্সে চলছে কমেডি অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোর তৃতীয় সিজন। শনিবার এসেছে নতুন পর্ব। এতে অতিথি হয়েছেন ওটিটির চার তারকা অভিনেতাজয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা, জিতেন্দ্র কুমার ও প্রতীক গান্ধী। তাঁদের সঙ্গে মজাদার আড্ডায় কপিল শর্মার সঙ্গে রয়েছেন সুনীল গ্রোভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক প্রমুখ।

এ ছাড়া বিশেষ চমক হিসেবে এসেছেন কে-পপ তারকা জ্যাকসন ওয়াং।

মন্তব্য
চলচ্চিত্র

কুলি

শেয়ার
কুলি
‘কুলি’ ছবিতে ওমর সানী

অভিনয়ে ওমর সানী, পপি, হুমায়ুন ফরীদি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : কেরামত আলী ব্যাপারী খুবই লোভী ও অহংকারী মানুষ।

মেয়ে পপির বিয়ের জন্য ঘটক যত পাত্রের ছবি দেখায় কোনোটাই পছন্দ হয় না তার। কারো বয়স বেশি, কারো আয় কম। ঘটক রেগে গিয়ে বলে বসে, এত বাছবিছার করলে শেষ পর্যন্ত দেখা যাবে মেয়ের বিয়ে হবে কোনো কুলির সঙ্গে। ঘটনা তাই ঘটে।
রেল স্টেশনের কুলি রাজু প্রেমে পড়ে পপির। বড় ব্যবসায়ী সেজে পপিকে বিয়ে করে সে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ