ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭

ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭

চলচ্চিত্র

অন্যান্য
অন্যান্য
শেয়ার
চলচ্চিত্র

গলি বয় : অভিনয়ে রণবীর সিং, আলিয়া ভাট। পরিচালনায় যোয়া আখতার। সন্ধ্যা ৬টা ৮ মিনিট, অ্যান্ড পিকচার্স।

গল্পসূত্র : মুম্বাইয়ের ধারাভি বস্তির ছেলে মুরাদ।

নানা সংকটের মাঝেও সে র‌্যাপার হওয়ার স্বপ্ন ছাড়ে না। ভারতীয় র‌্যাপার ডিভাইন ও নাইজির জীবনের ছায়া অবলম্বনে নির্মিত।

আনন্দ অশ্রু : অভিনয়ে সালমান শাহ, শাবনূর, কাঞ্চি। পরিচালনায় শিবলী সাদিক।

দুপুর ১টা, দীপ্ত টিভি।

গল্পসূত্র : দেওয়ানবাড়ির ছেলে খসরু গান লিখে নিজেই সুর করে। বন্ধু ভাবনা তার প্রেমে পড়ে। ছোট চাচার হয়ে নির্বাচন করতে গ্রামে যায় খসরু।

সেখানে পরিচয় হয় দোলার সঙ্গে। তার প্রেমে পড়ে খসরু। প্রেমে পড়ার অপরাধে খসরুর শরীরে ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেয় তার চাচা আর দোলাকে করে গ্রামছাড়া। 

 

গার্লফ্রেন্ড : অভিনয়ে বনি সেনগুপ্ত, কৌশানী মুখার্জি। পরিচালনায় রাজা চন্দ্র।

রাত ৯টা, জলসা মুভিজ।

গল্পসূত্র : লক্ষ্যহীন এক জীবন যাপন করছে উত্তম। হঠাৎই সে প্রেমে পড়ে সুচিত্রার। মেয়েটির মা-বাবা সুচিত্রাকে পেতে চারটি শর্ত দেয় উত্তমকে।

 

ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম : অভিনয়ে এডি রেডমেইন, ক্যাথরিন ওয়াটারস্টন। পরিচালনায় ডেভিড ইয়েটস। দুপুর ১টা ৩৩ মিনিট, সনি পিক্স।

গল্পসূত্র : ১৯২০-এর আমেরিকা। পাঁচ মহাদেশ ঘুরে নিউট স্যুটকেস ভর্তি করে এনেছে ৮৫ রকমের জাদু-প্রাণী। ঘটনাক্রমে সবই ছাড়া পেয়ে যায়। নিউটের ওপর ভীষণ খেপে যায় প্রশাসন। এরই মধ্যে হাজির হয় কালো জাদুকর। শুরু হয় অন্য লড়াই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

নসিব

শেয়ার
নসিব
‘নসিব’ নাটকের দৃশ্য

কালো জাদু, প্রেম, প্রতিশোধ আর অতিপ্রাকৃত রহস্যের মিশেলে তৈরি করা হয়েছে ইউটিউব থ্রিলার ‘নসিব’। তানিম রহমান অংশুর নাটকটি শুক্রবার এসেছে গানচিলের ইউটিউব চ্যানেলে। এক পুলিশ কর্মকর্তার সংসারে হঠাৎ রহস্যময় পরিবর্তন দেখা দেয়, সেটা আরো ভয়ানক দিকে রূপ নেয়। অভিনয়ে আছেন ইয়াশ রোহান, তানজিন তিশা, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্বপ্নের ঠিকানা

শেয়ার
স্বপ্নের ঠিকানা
‘স্বপ্নের ঠিকানা’ ছবিতে শাবনূর, সালমান শাহ ও সোনিয়া

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, সোনিয়া প্রমুখ। পরিচালনা এম এ খালেক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : সুমন, সুমী ও ফারহান তিন স্কুলবন্ধুর ত্রিভুজ প্রেমের গল্প।

সুমন ধনী ঘরের সন্তান। ভালোবাসে সুমীকে। সুমী গরিব ঘরের সন্তান, ফুল বিক্রি করে সংসার চালায়। ফারহা পড়াশোনার জন্য বিদেশ চলে যায়।
ভালোই চলছিল সুমন-সুমীর প্রেম। বাধা হয়ে দাঁড়ায় বিদেশ-ফেরত ফারহা। সেও ভালোবাসে সুমনকে। কিন্তু সুমন সায় দেয় না।
ফারহার বাবা সুমীর ফুলের দোকান ভেঙে-গুঁড়িয়ে দেয়, গুণ্ডা দিয়ে সুমনকেও মেরে অজ্ঞান করে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলা সুমনের সঙ্গে ফারহার বিয়ের দিন ঠিক হয়। বিয়ের আসরে প্রেমের দাবি নিয়ে হাজির হয় সুমী।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘গুড ডক্টর’ ধারাবাহিকের দৃশ্য

গুড ডক্টর

দীপ্ত টিভিতে বাংলায় চলছে তুর্কি ধারাবাহিক ‘মুচিজে ডক্টর’ [২০১৯-২০২১]। দক্ষিণ কোরিয়ার সিরিজ ‘গুড ডক্টর’ [২০১৩] অবলম্বনে নির্মিত হয়েছে এটি। বাংলায় এর নাম রাখা হয়েছে কোরিয়ান সিরিজের নামানুসারে। বাংলা সংলাপ রচনা ও সম্পাদনায় দীপ্ত টিভির নিজস্ব টিম।

কণ্ঠ দিয়েছেন দেশীয় কণ্ঠাভিনেতারা। প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ৫০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।

 

পিপল অ্যান্ড পাওয়ার

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘পিপল অ্যান্ড পাওয়ার’ আয়োজনে রয়েছে তথ্যচিত্র ‘নামিবিয়া : দ্য প্রাইস অব জেনোসাইড’। শতবর্ষ পূর্বে উপনিবেশ আমলে নামিবিয়ায় গণহত্যা চালিয়েছিল জার্মানরা, সাম্প্রতিক সময়ে সেটা স্বীকার করেছে দেশটি।

কিন্তু বিপরীতে নামিবিয়ার জন্য ইতিবাচক কিছু কি করেছে জার্মানরা? এ তথ্যচিত্রে তাই তুলে ধরা হয়েছে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর

■  জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে সম্মেলনের ঘোষণা দিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। ২ আগস্ট রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই কর্মসূচি রয়েছে। আজ (১৩ জুলাই) রবিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে এই ঘোষণা দেওয়া হয়। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে ১ আগস্ট ফার্মগেটে বিক্ষোভ সমাবেশে ব্যানার হাতে রাস্তায় নেমেছিলেন দৃশ্যমাধ্যম সমাজের শিল্পীরা।

■ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের [বিএনপি] কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক ছিলেন কণ্ঠশিল্পী মনির খান। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় মনির খানের বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমার এলাকার শত্রুপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের বিএনপির সঙ্গে আমার মনোমালিন্যের ঘটনাটিকে আমার শত্রুপক্ষ দুদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ মিথ্য তথ্য ছড়াচ্ছে।

এটা সত্যি নয়। এ ব্যাপারে আমি সবাইকে সচেতন করছি। কেউ গুজবে কান দেবেন না।’

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ