kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

তারকার ডায়েরি

অনিমেষকে দেখলাম ১৬ দিন পর

ঘরবন্দি এই সময়ে কী ভাবছেন তারকারা? খানিকটা আভাস মিলবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার এ লেখায়

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনিমেষকে দেখলাম ১৬ দিন পর

আজ [বৃহস্পতিবার] ১৫ দিন পর বাসা থেকে বের হয়েছিলাম বাজার করতে আর আম্মুর ওষুধ কিনতে। বাসায় নিচে নামতেই শুনলাম আমাদের নিরাপত্তারক্ষীরা নিজেদের বাসায় যাননি, এখানেই থাকছেন। গেটের সামনে আমার পরিচিত কুকুররা আমাকে দেখে নেচে উঠল। একজন বয়স্ক লোক এসে বললেন, তাঁদের বস্তিতে নাকি আগুন লেগেছে। এর মধ্যে অনিমেষ গাড়ি নিয়ে এসেছে। তাকে দেখলাম আজ ১৬ দিন পর! কাঁচাবাজার করলাম মীনা বাজার থেকে। আমার বাজার করার অভ্যাস নেই। বলা চলে আজই প্রথম বাসার জন্য বাজার করলাম। এমনিতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেই কিনি। তবে বাসার বাজার এই প্রথম করলাম। ওষুধ কিনতে বেরিয়ে ঢাকার রাস্তা দেখছি আর চোখ দিয়ে পানি চলে আসছে। এমন রাস্তা! এতটা ফাঁকা, এটা আমার শহর! রাস্তার জ্যামসহ ঢাকাই ভালো। আমরা মানুষরা কেউ ভালো নেই! এত ভয় লাগছিল আমার, জানি না কবে আবার আমরা জ্যামে পড়ব, কবে রাস্তাভর্তি থাকবে মানুষে! কবে আমাদের জাদুর শহর ঢাকাকে পাব?

 

[ফেসবুক থেকে]

মন্তব্যসাতদিনের সেরা