জ্যাজ সংগীতের অন্যতম শিল্পী, পিয়ানো বাদক এলিস মার্সালেস জুনিয়র মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে ব্রানফোর্ড। আশির দশকে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এই গায়ক।
১ এপ্রিল নিউ ইয়র্কে মারা গেছেন মার্কিন পপ গায়ক অ্যাডাম স্লেসিংগারও।