kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

করোনা কেড়ে নিল তাঁদের

রংবেরং ডেস্ক   

৩ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা কেড়ে নিল তাঁদের

জ্যাজ সংগীতের অন্যতম শিল্পী, পিয়ানো বাদক এলিস মার্সালেস জুনিয়র মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে ব্রানফোর্ড। আশির দশকে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এই গায়ক।

১ এপ্রিল নিউ ইয়র্কে মারা গেছেন মার্কিন পপ গায়ক অ্যাডাম স্লেসিংগারও। ৫২ বছর বয়সী গায়ক তিন এমি, এক গ্র্যামি জিতেছিলেন। গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টম হ্যাংকসসহ অনেক তারকা। সদ্যই করোনা থেকে সেরে উঠা হ্যাংকস প্রযোজিত ‘দ্যাট থিং ইউ ডু!’ ছবিতে কাজ করেছিলেন অ্যাডাম। সেই স্মৃতি স্মরণ করে তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে।’

অন্যদিকে করোনায় ৩১ মার্চ মারা গেছেন ‘স্টার ওয়ারস’ খ্যাত অ্যান্ড্র জ্যাক।

সুত্র : ইয়াহু

মন্তব্যসাতদিনের সেরা