kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

টিভি হাইলাইটস

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

চাটাম ঘর

দেশ বিদেশে রান্না

চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘দেশ বিদেশে রান্না’। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে আঞ্চলিক রান্না ও পরিবেশনের পাশাপাশি দেখানো হয় বিদেশে অবস্থানরত বাঙালি রন্ধনশিল্পীরা কিভাবে দেশীয় রান্না ও পরিবেশন করেন।

 

চাটাম ঘর

বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’। রচনা মুহাম্মদ মামুন-অর-রশীদ, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, নাদিয়া, মামুনুর রশীদ, আ খ ম হাসান, জুঁই করিম, শামীম জামান, নাবিলা ইসলাম, জয়রাজ, তারিক স্বপন, আমানুল হক হেলাল, আমিন আজাদ, সোমা প্রমুখ।

 

বিয়ার গ্রিলস ও রজনীকান্ত

দক্ষিণি তারকা রজনীকান্ত এবার বিয়ার গ্রিলসের সঙ্গে, ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ। কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে অ্যাডভেঞ্চার করেছেন দুজন। অনুষ্ঠানটি দেখা যাবে দুপুর ১টা ১৮ মিনিটে।

 

মহারাজ কি জয় হো!

ধৃতরাষ্ট্র তখন হস্তিনাপুরের রাজা। ২০২০ সালে এক যুবক টাইম মেশিনে করে পৌঁছে যায় ধৃতরাষ্ট্রের যুগে। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা। নতুন শুরু হওয়া সায়েন্স ফিকশন সিরিয়ালটি দেখা যাচ্ছে সোম থেকে শুক্রবার, রাত ৯টা ৩০ মিনিটে।

মন্তব্যসাতদিনের সেরা