kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

সময়কে ‘খারাপ’ ভাবা ঠিক নয়

রংবেরং ডেস্ক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসময়কে ‘খারাপ’ ভাবা ঠিক নয়

কঙ্গনা রানাওয়াত

লকডাউনে ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভিডিওতে নিজের জীবনের খারাপ সময়ের গল্প বলেছেন তিনি। জানিয়েছেন, মাত্র ১৫ বছর বয়সে ঘর পালানোর কথা, মাদকাসক্ত হয়ে পড়ার গল্প। সেসব স্মৃতিচারণা করে ‘থালাইভি’ তারকা বলেন, ‘জীবন এমন চ্যালেঞ্জিং না হলে হয়তো ভিড়ের মাঝেই হারিয়ে যেতাম। সময়কে খারাপ ভাবা ঠিক নয়। খারাপ সময়গুলো খারাপ নয়, সেগুলোই আসলে ভালো সময়। মাত্র ১৫ বা ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিলাম। ভাবতাম, হাত বাড়ালেই আকাশের তারা ধরতে পারব। তখন রীতিমতো একজন ফিল্মস্টার আমি। এর দেড় থেকে দুই বছরের মধ্যেই মাদকাসক্ত হয়ে পড়ি। জীবন তছনছ হয়ে গিয়েছিল। এত অসৎসঙ্গে জড়িয়েছিলাম যে মৃত্যু ছাড়া ভিন্ন সমাধান ছিল না সামনে। টিনএজ বয়সের দোষ!’ সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ালেন সেই গল্পও জানান ‘ঝাঁসির রানী’। বলেন, ‘এক বন্ধুর জন্যই এটা সম্ভব হয়েছে। সে আমাকে যোগ ব্যায়ামের একটি বই দেয়। স্বামী বিবেকানন্দের ভক্ত হয়ে যাই। এরপর নিজেকে নতুনভাবে গড়ে তুলি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা