kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

এক ঘণ্টায় শেষ শুটিং

রংবেরং প্রতিবেদক   

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক ঘণ্টায় শেষ শুটিং

২০-৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে কতক্ষণ আর লাগে, বড়জোর দু-এক ঘণ্টা! অনেক পাঠক এমনটা ভেবে থাকতে পারে। আদতে কিন্তু কমপক্ষে দুই দিন লাগে, ক্ষেত্রবিশেষে চার-পাঁচ দিনও লেগে যায়। সম্প্রতি একটি বৈদ্যুতিক বাল্বের মডেল হয়েছেন পূর্ণিমা। এই অভিনেত্রী তাঁর অংশের শুটিং সেরেছেন মাত্র এক ঘণ্টায়! ২৭ ফেব্রুয়ারি খিলগাঁওয়ের একটি স্টুডিওতে হয়ে গেল বিজ্ঞাপনচিত্রটির শুটিং। পূর্ণিমার সঙ্গে আছেন অভিনেতা ফারুক আহমেদও। নির্মাতা আশিক ইব্রাহিম  জানান, মাত্র এক ঘণ্টায় পূর্ণিমা তাঁর অংশের শুটিং শেষ করায় ইউনিটের সবাই বেশ অবাক হয়েছে।

পূর্ণিমা বলেন, ‘আগেই পাণ্ডুলিপি হাতে পেয়েছিলাম। সব রপ্ত করেই রেখেছিলাম। সেদিন আবার আমার মেয়ের স্কুলে নাচের অনুষ্ঠান ছিল। পরিচালককে আগেই জানিয়ে রেখেছিলাম স্পটে পৌঁছাতে একটু দেরি হবে। লাইট, সেট সব রেডিই ছিল, আমি ২টার সময় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। যে কয়টা দৃশ্য ছিল টানা শেষ করে ফেললাম। এভাবে পরিকল্পনা করে গুছিয়ে কাজ করলে আসলে সময় অনেক সাশ্রয় হয়।’

মন্তব্যসাতদিনের সেরা