kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

করোনার প্রভাব

বন্ডের পর এবার ক্রুজ

রংবেরং ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবন্ডের পর এবার ক্রুজ

চীন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় বাজার। চীনের করোনাভাইরাসের বিরূপ প্রভাব সম্পর্কে আগেই সতর্ক করেছিল বক্স অফিস বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কাই এবার সত্যি হতে যাচ্ছে। কিছুদিন আগেই ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ চীন সফর বাতিল করেন। এপ্রিলে মুক্তির অপেক্ষায় থাকা জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’-এর প্রচারণার জন্য দেশটিতে যাওয়ার কথা ছিল তাঁর। করোনার কারণে নিশ্চিতভাবেই চীন থেকে বড় অঙ্কের ব্যবসাবঞ্চিত হবে ‘নো টাইম টু ডাই’। এ জন্য বড় বাজেটের ছবিটির প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ক্রেগ চীন সফর বাতিলের পর করোনার প্রভাবে এবার বাতিল করা হলো টম ক্রুজের ছবির শুটিং। ইতালিতে চলছিল ক্রুজের জনপ্রিয় ‘মিশন ইমপসিবল’ সিরিজের সপ্তম কিস্তির শুটিং। মিলানে বেশ কয়েকটি দৃশ্যের শুটিংও করা হয়েছিল। কিন্তু ইতালিতে রাতারাতি করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ার পর শুটিং বাতিল করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি ইতালিতে মাত্র তিনজন করোনা রোগী ছিল, যা তিন দিনে বেড়ে ২০০ হয়। এ জন্য স্থানীয় প্রশাসন শুটিং বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রশাসনের আশঙ্কা শুটিং সেটে প্রচুর মানুষের উপস্থিতি ভাইরাসটির দ্রুত সংক্রমণ ত্বরান্বিত করতে পারে। এদিকে শুটিং স্থগিত হয়ে যাওয়ায় ছবির মুক্তির দিনও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ‘মিশন ইমপসিবল’ ছবির সঙ্গে যুক্ত একজন ‘বিবিসি’কে বলেন, ‘২০২১ সালের ২৩ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা। হাতে এক বছরের সামান্য কিছু বেশি সময় আছে। বড় বাজেটের ছবিটির মুক্তি পিছিয়ে গেলে প্রযোজনা সংস্থাকে বিপুল আর্থিক ক্ষতির সন্মুখীন হতে হবে।’ ক্রুজের ছবির শুটিং ছাড়াও মিলানে নিজের কনসার্ট বাতিল করেছেন ব্রিটিশ গায়িকা মাবেল।

সূত্র : বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা