- ‘আমি সেই মেয়ে’ [১৯৯৮] ছবিতে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া জনপ্রিয় গান ‘আগুনের দিন শেষ হবে একদিন’ নতুন করে গাইলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা কিশোর দাস ও ‘সেরাকণ্ঠ’ বিজয়ী ঝিলিক। ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুপমের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পায়।
- ‘নিউটন’ পরিচালক অমিত মশুলকারের পরের ছবি ‘শিরনি’তে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা বালান।
- তেলেগু ছবিতে অভিষেক হতে যাচ্ছে জ্যাকলিন ফার্নান্দেজের।