kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

ফের বিলি ইতিহাস

রংবেরং ডেস্ক   

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফের বিলি ইতিহাস

সময়টা দুর্দান্ত কাটছে বিলি আইলিশের। গেল বছর গানের ক্যারিয়ারের অসাধারণ বছর কাটানোর পর এ বছরও একটার পর একটা রেকর্ড গড়ে চলেছেন। আগের সপ্তাহেই সর্বকনিষ্ঠ বন্ড গায়িকা হিসেবে নাম লিখিয়েছিলেন। এবার হলেন ‘হটেস্ট ১০০’-এ সেরা। ‘হটেস্ট ১০০’ হলো অস্ট্রেলিয়ার জাতীয় রেডিও স্টেশন ‘ট্রিপল জে’র বার্ষিক জরিপ। শ্রোতাদের ভোট নিয়ে তারা বছরের জনপ্রিয় ১০০ গানের তালিকা প্রকাশ করে। এবার যার শীর্ষে আছে বিলির ‘ব্যাড গাই’। বিলিই প্রথম একক গায়িকা, যিনি এই চার্টের শীর্ষে জায়গা পেলেন। একই সঙ্গে মাত্র ১৮ বছর বয়সী এই শিল্পী ‘হটেস্ট ১০০’-এ সবচেয়ে কম বয়সে শীর্ষস্থান দখলেরও রেকর্ড গড়েছেন।

বিলি আজ হতে যাওয়া গ্র্যামিতেও দ্বিতীয় সর্বোচ্চ ছয় মনোনয়ন পেয়েছেন। সমালোচকদের ভবিষ্যদ্বাণী ঠিক হলে এতক্ষণে হয়তো সেখানেও রেকর্ড করে ফেলেছেন।

এদিকে এই সুসংবাদের মধ্যেও এক সাক্ষাৎকারে গায়িকা কথা বলেছেন বিষণ্নতা নিয়ে। বলেছেন ২০১৮ সালে তিনি এতটাই হতাশ ছিলেন যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন! তবে সেসব পেছনে ফেলে ২০১৯ সালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বিলি এখন তাঁর যেসব ভক্ত বিষণ্নতায় আক্রান্ত তাদের সাহায্য করতে চান।

সূত্র : সিএনএন

মন্তব্যসাতদিনের সেরা