kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

নেটফ্লিক্সে ভারতের চার

রংবেরং ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনুরাগ কাশ্যপ, দিবাকর ব্যানার্জি, করণ জোহর ও বিক্রমাদিত্য মোটয়ানি—আগেই নেটফ্লিক্সের সঙ্গে কাজ করেছেন। প্রথম তিনজন অ্যান্থলজি ছবি ‘লাস্ট স্টোরিজ’ ও ‘ঘোস্ট স্টোরিজ’ করেছেন। বিক্রমাদিত্য করেছেন ‘সেক্রেড গেমস’। এবার চার পরিচালক স্ট্রিমিং সাইটটির জন্য আলাদা চলচ্চিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন। ১৫ জানুয়ারি ২০২০ সালের নিজেদের অরিজিন্যাল ছবির ঘোষণা দিয়েছে স্ট্রিমিং সংস্থাটি। সেখানে চার পরিচালকের ছবির ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। অনুরাগ কাশ্যপ তৈরি করছেন ‘চোকড’। ছবির প্রধান দুই চরিত্র করছেন সায়ামি খের ও রোহান ম্যাথু। পরিচালনা ছাড়াও অনুরাগ অভিনয়ও করবেন একটি ছবিতে। বিক্রমাদিত্য মোটওয়ানির ‘একে ভার্সেস একে’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে আরো আছেন অনিল কাপুর। এ ছাড়া ‘ফ্রিডম’ নামে সিনেমা করবেন দিবাকর ব্যানার্জি। এই ছবিতে থাকবেন নাসিরউদ্দিন শাহ, মনীষা কৈরালা, কালকি কোয়েচলিন প্রমুখ। করণ জোহরের ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে,  চারটি ছোট গল্পের অ্যান্থলজি ছবি করবেন তিনি। এগুলোতে অভিনয় করবেন শেফালি শাহ, নুসরাত ভারুচা, ফাতিমা সানা শেখ প্রমুখ।

সূত্র : মিড-ডে

মন্তব্যসাতদিনের সেরা