কাল মুক্তি পাচ্ছে মাসুদ পথিকের ‘মায়া : দ্য লস্ট মাদার’। এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ কুমার দীপ
কাল নতুন ছবি মুক্তি পাচ্ছে। সারা দিনের প্রস্তুতি কী?
সকাল থেকেই ব্যস্ত থাকব।
কাল নতুন ছবি মুক্তি পাচ্ছে। সারা দিনের প্রস্তুতি কী?
সকাল থেকেই ব্যস্ত থাকব।
পরিচালকের অভিযোগ ছবিটির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে...
শুরুতে ‘মায়া’র আটটি হল চূড়ান্ত হয়েছিল। কিন্তু হঠাৎ তিনটি কমে গেল। সিনেপ্লেক্সও মুখ ফিরিয়ে নিল। এটা তো এক প্রকার ষড়যন্ত্রই।
ছবিতে আপনার চরিত্রটি কেমন?
আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। মায়া একজন বীরাঙ্গনার মেয়ে। মাঠে চাষ করে নিজের সংসার চালায়। কারো সাত-পাঁচে নেই। তবুও বীরাঙ্গনার মেয়ে হওয়ার কারণে প্রতিটা মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয় সমাজের কাছে।
আপনাকে বাণিজ্যিক ছবিতে কেন দেখা যায় না?
আমিও সেটা ভেবেছি। যে দশ-বারোটি ছবিতে অভিনয় করেছি তার সব কয়টিই প্রায় কাছাকাছি ঘরানার গল্পের। অবশ্য আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখন বাণিজ্যিক ছবির নামে অশ্লীল ছবি হতো। এক প্রকার ভয় থেকেই ওই সময় দূরে সরে ছিলাম। এখন সময় বদলেছে। ভালো ছবি হচ্ছে। দেখি কবে ব্যাটে-বলে মেলে।
নতুন ছবির খবর কী?
বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি। গল্পগুলো পড়ে দেখছি। যেটা ভালো লাগবে ‘হ্যাঁ’ বলে দেব। অবশ্যই নতুন বছরের শুরুতে নতুন খবর দিতে পারব।
কলকাতায় কোন ছবি করছেন?
‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ নিয়ে যে যুদ্ধটা করতে হয়েছে সেটা ভোলার নয়। তবে সেখানে এই ছবির কল্যাণে আমার দারুণ একটা সার্কেল তৈরি হয়েছে। তাঁরা কেউ প্রযোজক-পরিচালক এমনকি কাস্টিং পরিচালক। ভক্তদের জন্য কলকাতার সুখবরও অপেক্ষা করছে।
সম্পর্কিত খবর
■ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘সূর্য দীঘল বাড়ি’খ্যাত বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
■ গানচিত্রের মডেল হয়েছেন শবনম বুবলী। তানিম রহমান অংশুর নির্মাণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে গানচিত্রটির শুটিং।
■ ক্যানসারে আক্রান্ত ‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। ব্যান্ডটি থেকে অনেক আগেই তিনি সরে এসেছেন। তবে সে ব্যান্ডটি এগিয়ে এসেছে তাঁর চিকিৎসা সহায়তায়।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে যেসব গান প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, সেই গানগুলো এবার পাওয়া যাবে এক মলাটে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে ‘জুলাইয়ের গান’ শিরোনামে বইটি শিগগির প্রকাশ করা হবে। মনজুর হোসেন বলেন, “আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।
দুই সিজনের সাফল্যের পর নেটফ্লিক্সে চলছে কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজন। শনিবার এসেছে নতুন পর্ব। এতে অতিথি হয়েছেন ওটিটির চার তারকা অভিনেতা—জয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা, জিতেন্দ্র কুমার ও প্রতীক গান্ধী। তাঁদের সঙ্গে মজাদার আড্ডায় কপিল শর্মার সঙ্গে রয়েছেন সুনীল গ্রোভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক প্রমুখ।
অভিনয়ে ওমর সানী, পপি, হুমায়ুন ফরীদি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : কেরামত আলী ব্যাপারী খুবই লোভী ও অহংকারী মানুষ।