kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

তুলনায় নাখোশ

রংবেরং ডেস্ক   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতুলনায় নাখোশ

এ বছর ভূমি পেডনেকর, ইয়ামি গৌতম, কৃতি শ্যানন, কিয়ারা আদভানির মতো নতুন অভিনেত্রীদের জয়জয়কার। সংবাদমাধ্যমেও তাঁদের নিয়ে মাতামাতি, যা কারিনা কাপুরের কাছে বেশ যৌক্তিকই মনে হয়। তবে অভিনেত্রী মনে করেন, যত সাফল্যই পাক নতুন অভিনেত্রীদের সঙ্গে কখনোই তাঁর মতো সিনিয়র অভিনেত্রীর তুলনা চলে না। নতুন ছবি ‘গুড নিউজ’-এর প্রচারে এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন ৩৯ বছর বয়সী অভিনেত্রী, ‘প্রায় দুই দশক হয়ে গেল বলিউডে অভিনয় করছি। এই প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে কখনো আমার তুলনা হতে পারে না। কিন্তু সংবাদমাধ্যম এটা হামেশাই করে। আমি একটা ধাপ পার হয়ে আজকের অবস্থায় এসেছি।’

২০০০ সালে ‘রিউফিউজি’ দিয়ে অভিষেক হয় কারিনার। এরপর গেল ১৯ বছরে নানা ধরনের ছবিতে বিচিত্র সব চরিত্র করেছেন। অভিনেত্রী মনে করেন এই অভিজ্ঞতাই তাঁকে নতুনদের থেকে অনেক এগিয়ে রেখেছে, “আমি বড় বাজেটের, ছোট বাজেটের সব ধরনের ছবি করেছি। আবার সাম্প্রতিক নানা বিষয় নিয়ে ‘বীরি ডি ওয়েডিং’-এর মতো ছবিও করেছি। নানা ধরনের ছবির অভিজ্ঞতা বলিউডে আমাকে আলাদা জায়গা তৈরিতে সাহায্য করেছে। এ জন্যই নতুনদের সঙ্গে আমাকে ব্র্যাকেটবন্দি করা ঠিক হবে না।”

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা