kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

উইথ ওয়ান অ্যান্ড অনলি

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউইথ ওয়ান অ্যান্ড অনলি

‘সত্তা’ ছবির ‘তোর প্রেমেতে’ গানটির জন্য ২০১৭ সালের সেরা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস। গানটির সুর করেছিলেন বাপ্পা মজুমদার। সেই গানটির জন্য না হলেও একই ছবিতে মমতাজের গাওয়া ‘না জানি কোন অপরাধে’র জন্য বাপ্পা পেয়েছেন সেরা সুরকারের স্বীকৃতি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেমসকে পেয়ে ঝটপট একটি সেলফি তুলে নেন বাপ্পা। পরে সেটি নিজের ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘উইথ ওয়ান অ্যান্ড অনলি’। দুুই তারকার ভক্ত-শ্রোতারা ছবিটি খুব পছন্দ করেন।

মন্তব্যসাতদিনের সেরা