ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

টিভি হাইলাইটস

অন্যান্য
অন্যান্য
শেয়ার
টিভি হাইলাইটস
টক মিষ্টি ঝাল

চ্যানেল আইয়ে বিজয়ের মাস

বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। প্রতিদিন সকাল সাড়ে ৭টায় প্রচার করছে দেশাত্মবোধক গান নিয়ে ‘গানে গানে সকাল শুরু’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। উপস্থাপনায় নাসির উদ্দীন ইউসুফ।

এ ছাড়া রয়েছে নানা আয়োজন।

 

টক মিষ্টি ঝাল

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে রম্য অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’। এবারের পর্বের অতিথি অভিনেতা তারিক আনাম খান। পর্বটি সাজানো হয়েছে ‘উপকার’ নিয়ে।

থাকছে নিয়মিত সেগমেন্ট ‘মি. মিষ্টি’ ও ‘ঝালাইবাজ’। উপস্থাপনায় আবু হেনা রনি।

 

স্টেটলেস ইন আসাম

আসাম সরকারের নতুন তালিকায় ৪০ হাজার অধিবাসী নাগরিকত্ব হারিয়েছে। ভারত সরকার বলছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে এই উদ্যোগ।

রজনী বৈদ্যনাথের তৈরি প্রতিবেদনটি দেখা যাবে রাত ১১টা ১০ মিনিটে।

 

শ্রীময়ী

ঘরকন্না সামলাতেই শ্রীময়ীর সব সাধ-আহ্লাদ হারিয়ে গেছে। সংসারের জাঁতাকল থেকে বেরিয়ে নিজের পরিচয়ে দাঁড়াতে চায় সে। শ্রীময়ী কি পারবে? ধারাবাহিকটির নাম ভূমিকায় ইন্দ্রাণী হালদার। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

amazonprime ব্যালার্ড

শেয়ার
amazonprime ব্যালার্ড
‘ব্যালার্ড’ সিরিজের দৃশ্য

বুধবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে আমেরিকান সিরিজ ব্যালার্ড। এটি দর্শকনন্দিত বশ সিরিজের স্পিন-অফ। গল্পটা গোয়েন্দা রিনি ব্যালার্ডকে ঘিরে। লস অ্যাঞ্জেলস পুলিশের কোল্ড কেস বিভাগের দায়িত্ব নেয় সে।

এ বিভাগ থেকে তারা অনেক পুরনো বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য সমাধান করে। অভিনয়ে আছেন ম্যাগি কিউ, কোর্টনি টেইলর, মাইকেল মসলি, রেবেকা ফিল্ড প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

ফুল অ্যান্ড ফাইনাল

শেয়ার
ফুল অ্যান্ড ফাইনাল
শাকিব খান ও ববি হক

অভিনয়ে শাকিব খান, ববি হক, অমিত হাসান। পরিচালনা মালেক আফসারী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : রোমিও পুলিশ অফিসার।

শহরের সব মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কাছে আতঙ্ক। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বখতিয়ার রোমিওকে পাহাড়ি এলাকায় একটা গোপন মিশনে পাঠায়। নাম-পরিচয় গোপন রেখে সেই মিশন সম্পন্ন করতে হবে। সেই মিশনে গিয়ে রোমিও দেখা পায় রিমঝিমের।
সে ছবি আঁকে। প্রথম দেখায় প্রেমে পড়ে রোমিও। একদিকে মিশন, অন্যদিকে রিমঝিমবিপাকে পড়ে যায় সে।

 

মন্তব্য
টিভি হাইলাইটস

ভালোবাসার আলো-আঁধার

শেয়ার
ভালোবাসার আলো-আঁধার
‘ভালোবাসার আলো-আঁধার’ ধারাবাহিকের দৃশ্য

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ভালোবাসার আলো-আঁধার। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।

 

রিফ্রেম

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান রিফ্রেম

আজকের অতিথি প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ। ফিলিস্তিনের গাজায় বিধ্বস্ত অঞ্চলে আহতদের চিকিৎসায় কাজ করেছেন তিনি। জানিয়েছেন সেসব অভিজ্ঞতা। সঞ্চালনায় ফাতিমা ভুট্টো।

মন্তব্য

এক হলে এক শ পেল ‘অন্যদিন...’

শেয়ার
এক হলে এক শ পেল ‘অন্যদিন...’
‘অন্যদিন...’-এর দৃশ্য

আজ মুক্তি পেয়েছে কামার আহমেদ সাইমনের অন্যদিন...। প্রায় দুই বছর আটকে থাকার পর কিছুদিন আগে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে গত মাসে। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখার একটি মাত্র হলে একটি করে শো চলবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কামার আহমেদ সাইমনের মুখপাত্র সাঈফ আলম।

তিনি গতকাল বলেন, আমরা চাইলে সিনেপ্লেক্সের আরো কয়েকটি শাখায় ছবিটি মুক্তি দিতে পারতাম। শোয়ের সংখ্যাটাও বাড়াতে পারতাম। তবে সেটা চাইনি। বলতে পারেন এটা মার্কেটিং পলিসি।
দর্শকের কাছে ছবির চাহিদা তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। পরের সপ্তাহ থেকে হল বদলাবে, শোয়ের সংখ্যাটাও হয়তো বাড়বে। আপাতত দর্শকের সীমান্তসম্ভারে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার শোটিই দেখতে হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ