kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

৮ বছর পর সৌভাগ্য

রংবেরং প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১১ সালে শুরু হয়েছিল ‘সৌভাগ্য’। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ডিপজল ও মৌসুমী। কিন্তু ছবির ৯০ শতাংশ শুটিং হওয়ার পর হঠাৎ আটকে যায় কাজ। ডিপজল-মৌসুমীর শিডিউল জটিলতায় আর শুটিং হয়নি। শেষ পর্যন্ত এবার জটিলতার নিরসন হলো। গত সপ্তাহ থেকে কক্সবাজারে টানা শুটিং চলছে। ১৭ নভেম্বর সব কাজ শেষ করে ঢাকায় ফিরেছে ছবির ইউনিট। পরিচালকও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। মানিক বলেন, ‘মাথার ওপর থেকে বড় একটা বোঝা নেমে গেল। ছবির গল্পটা অসাধারণ। আমার কাছে ভক্তরা যেমন পারিবারিক গল্প খোঁজেন এই ছবিটা ঠিক তেমনি। অনেক কষ্ট করেছি ছবিটি শেষ করার জন্য। অবশেষে আমার চেষ্টা সফল হয়েছে। আশা করছি আগামী বছরের প্রথম দিকে প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।’ ডিপজল বলেন, ‘মানিক ভাইয়ের ধৈর্যের কারণেই অবশেষে ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। তাঁর প্রশংসা করতেই হবে।’ এফ আই মানিক ‘দুই বধূ এক স্বামী’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’সহ একাধিক ব্যবসাসফল ছবির নির্মাতা।

মন্তব্যসাতদিনের সেরা