kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

ইয়ামির নানা রূপ

রংবেরং ডেস্ক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইয়ামির নানা রূপ

ইয়ামি গৌতম আলোচনায় এসেছিলেন ‘ভিকি ডোনার’ দিয়ে। ছবিতে তাঁর চরিত্র ছিল মধ্যবিত্ত এক বাঙালি ব্যাংকারের। পরের ছয় বছরে অভিনেত্রী হিসেবে হয়তো বলিউড সেরা হতে পারেননি; কিন্তু বৈচিত্র্যময় চরিত্র নির্বাচনে ছাড়িয়ে গেছেন অনেককেই। ‘কাবিল’-এ তাঁকে দেখা গেছে দৃষ্টিহীন নারী চরিত্রে, ‘বাত্তি গুল মিটার চালু’তে তিনি প্রতিবাদী আইনজীবী, ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ ভারতীয় এজেন্ট। সব শেষ ‘বালা’য় তিনি ছোট শহরের টিকটক তারকা। একের পর এক নানা স্বাদের বৈচিত্র্যময় চরিত্র করতে পেরে ভীষণ আনন্দিত ইয়ামি, ‘এটা দারুণ অনুভূতি। দেখা হলে মানুষ আমার অভিনয়ের প্রশংসার সঙ্গে চরিত্র নির্বাচন নিয়েও বাহবা জানায়। এটা আমার কাছে খুবই বড় ব্যাপার।’ চরিত্র ভালো হলে পর্দায় সেটার দৈর্ঘ্য নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী। যেমন খুব বড় হলেও শুধু শক্তিশালী চরিত্র ভেবেই ‘উরি’ আর ‘বালা’য় অভিনয় করেছেন। ইয়ামির মতে, তাঁর লক্ষ্য শুধু ভালো কাজ করা, চরিত্র ছোট নাকি বড় সেটা ব্যাপারই না।

মন্তব্যসাতদিনের সেরা