kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

তাই বলে মাত্র ৫ শতাংশ!

রংবেরং ডেস্ক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাই বলে মাত্র ৫ শতাংশ!

বলিউডে পারিশ্রমিক বৈষম্য নতুন ঘটনা নয়। অভিনেতাদের তুলনায় কম পারিশ্রমিক পাওয়া নিয়ে নানা সময়ে মুখ খুলেছেন অনেক অভিনেত্রীই। হালে অবস্থার উন্নতি ঘটলেও মাঝেমধ্যেই অভিনেত্রীরা অতীত অবস্থার কথা মনে করিয়ে দেন। এবার যেমন দিলেন ভূমি পেডনেকর। তিনি জানালেন ক্যারিয়ারের এমন সময় গেছে, যখন সহ-অভিনেতার পারিশ্রমিকের মাত্র ৫ শতাংশ পেয়েছিলেন। সেই ছবি বা সহ-অভিনেতার নাম না উল্লেখ করে ‘পিংকভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে ভূমি বলেন, ‘শুরুর দিকে এটা [পারিশ্রমিক বৈষম্য] বড় সমস্যা ছিল। একবার তো সহ-অভিনেতার পারিশ্রমিকের মাত্র ৫ শতাংশ দেওয়া হয় আমাকে; যদিও আমার আর তাঁর ক্যারিয়ার গ্রাফ একই রকম ছিল।’ আজকের বলিউড সে অবস্থা পেছনে ফেলে এসেছে। এ নিয়ে ভীষণ খুশি অভিনেত্রী, ‘এখন অবস্থা একেবারে বদলে গেছে। নারীদের প্রধান করে প্রচুর ছবি হচ্ছে, মানুষ সেগুলো পছন্দও করছে।’ 

সূত্র : পিংকভিলা

মন্তব্যসাতদিনের সেরা