kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ভোজপুরিতে পদ্মার ভালোবাসা

রংবেরং প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোজপুরিতে পদ্মার ভালোবাসা

হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ ছবিতে অভিনয় করেছেন আইরিন সুলতানা। ছবিটি বাংলাদেশে মুক্তির আগেই কলকাতায় ‘পদ্মার ভালোবাসা’ নামে মুক্তি পায় ২০ সেপ্টেম্বর। ভালো সাড়াও পেয়েছে সেখানকার দর্শকদের কাছে। এবার ১ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। কিন্তু তার আগেই আরেকটি সুখবর দিলেন এই ‘ভালোবাসা জিন্দাবাদ’ নায়িকা। নভেম্বরের শেষ সপ্তাহে ভোজপুরিতে মুক্তি পাবে ‘পদ্মার প্রেম’। এর মধ্যেই শুরু হয়েছে ডাবিং। আইরিন বলেন, ‘আমি খবরটি শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে প্রযোজক যখন ভোজপুরি ডাবিং শোনালেন তখন নিজেকেই নিজের কাছে অচেনা মনে হচ্ছিল। সত্যি, এতটা আশা করিনি। আমি প্রযোজক শাহ আলম ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি মার্কেটিংয়ের দিক থেকে বেশ এগিয়ে। তাঁর জন্যই এসব সম্ভব হচ্ছে। শুনেছি ভোজপুরির পরে অসমীয় ও কন্নড় ভাষাতেও নাকি ছবিটি মুক্তি পাবে। আমার বিশ্বাস কলকাতার মতো বাংলাদেশ ও ভোজপুরিতেও ছবিটি ব্যবসাসফল হবে।’

মন্তব্যসাতদিনের সেরা