kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

আজ তাঁদের বিয়ে

রংবেরং ডেস্ক   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ তাঁদের বিয়ে

জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সের আজ বিয়ে। বর কুক ম্যারোনি নিউ ইয়র্কের একটি আর্ট গ্যালারির মালিক। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের নিউপোর্টে ১২৫ বছরের পুরনো একটি বাড়িতে হচ্ছে অনুষ্ঠান। জানা গেছে, বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ দেড় শ অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে। তবে এদের মধ্যে চলচ্চিত্রজগতের কারা আছেন সেটা জানা যায়নি। গেল বছরের জুনে ৩৪ বছর বয়সী ম্যারোনির সঙ্গে প্রেম হয় লরেন্সের। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, শিল্প-সাহিত্য ও সিনেমার প্রতি দুজনের আগ্রহের কারণেই দ্রুত তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের বয়স এক বছর হওয়ার আগেই এ বছরের ফেব্রুয়ারিতে দুজনের বাগদান হয়। তখন এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী অভিনেত্রী বলেছিলেন, ‘আমার দেখা সেরা মানুষ ম্যারোনি।’ তবে এরপর বিয়ে নিয়ে লরেন্স বা ম্যারোনি কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। 

তথ্য সূত্র : ভ্যানিটি ফেয়ার

মন্তব্য