ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭
সা ক্ষা ৎ কা র

আমাদের রসায়ন দর্শকের চেনা

  • নাটকের শুটিংয়ে নেপালে আছেন। গতকাল দেশে মুক্তি পেয়েছে তাঁর ‘ডনগিরি’। এই ছবি ও সমসাময়িক প্রসঙ্গে নেপাল থেকে মুঠোফোনে বলেছেন আনিসুর রহমান মিলন। লিখেছেন সুদীপ কুমার দীপ
অন্যান্য
অন্যান্য
শেয়ার
আমাদের রসায়ন দর্শকের চেনা

দীর্ঘদিন পর আপনার ছবি মুক্তি পেল...

‘রাজনীতি’র পর বেশ কয়েকটা ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম আরেকটা ‘দেহরক্ষী’, ‘অনেক সাধের ময়না’ বা ‘পোড়ামন’-এর জন্য। যদিও অপেক্ষার ফল ভালো হয়নি, তবু হতাশ নই। গত দুই বছরে যে ছবিগুলো নির্মিত হয়েছে তাতে আমার অভিনয় করার জায়গা ছিল না বললেই চলে।

 

ডনগিরি কেমন ছবি? দর্শক দেখবে বলে মনে করছেন?

দর্শক আমাকে যে ধরনের চরিত্রে দেখতে চান এই ছবিতে তেমনটাই পাবেন। একদিকে আমি ডন অন্যদিকে  ভালোবাসার কাঙাল, বলা যায় দ্বৈত সত্তা ফুটিয়ে তুলতে হয়েছে। শাহ আলম মণ্ডলের সঙ্গে আগের ছবি ‘ভালোবাসা সীমাহীন’ ভালো ব্যবসা করেছিল। সেখানেও আমার সঙ্গে ছিল বাপ্পী।

আমাদের তিনজনের রসায়ন দর্শকের চেনা। আমার বিশ্বাস, ‘ডনগিরি’ও সবার ভালো লাগবে।

 

নতুন কী কী ছবিতে দেখা যাবে আপনাকে?

ওয়াজেদ আলী সুমনের ‘ফালতু’তে চুক্তিবদ্ধ হয়েছি বেশ কিছুদিন হলো। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’-এর শুটিং প্রায় শেষ।

আপাতত আর কোনো খবর দিতে পারছি না।

 

নেপালে কত দিন আছেন?

১০ দিন হতে চলল। থাকব ২২ অক্টোবর পর্যন্ত। বেশ কয়েকটি নাটকের শুটিংয়ে এসেছি এখানে।

 

কী কী নাটক?

এর মধ্যে শুটিং শেষ করেছি সকাল আহমেদের দুটি একক নাটক ‘লেবু’ ও ‘টোয়েন্টি ফোর আওয়ার্স’-এর।

আজ থেকে করব শাহনেওয়াজ রিপনের ‘চোরাবালি’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘রুম নাম্বার ৩০৭’-এর শুটিং। নাটকগুলোতে আমার সঙ্গে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, অপর্ণা ঘোষ ও সাবিহা।

 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৫ অক্টোবর। আপনাকে এইদিকে খুব একটা পাওয়া যাচ্ছে না।

নেপালে বসেই খবর নিচ্ছি নিয়মিত। কাদা ছোড়াছুড়ি হচ্ছে জেনে শিল্পী হিসেবে খারাপ লাগছে। সাধারণের কাছে শিল্পীরা আদর্শ মানুষ, তাঁদের অনেক অনুসারী থাকেন। শিল্পীরা এমন করলে অনুসারীরা কী শিখবে? অনেক হয়েছে, এবার এসব বাদ দেওয়া উচিত।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫

শেয়ার
ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫
‘ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫’ ধারাবাহিকের দৃশ্য

মাসখানেক আগে বঙ্গতে প্রচার শুরু হয় কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবার এসেছে ইউটিউবে। বৃহস্পতিবার রাতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে প্রথম পর্ব। এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ।

চার ব্যাচেলর যুবকের নানা কাণ্ড নিয়ে ধারাবাহিকটির গল্প। অভিনয়ে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

আমার জান আমার প্রাণ

শেয়ার
আমার জান আমার প্রাণ
অপু বিশ্বাস ও শাকিব খান

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রেসি। পরিচালনা সোহানুর রহমান সোহান। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।

গল্পসূত্র : গ্রামে কাবাডি খেলায় জিতে এক কম্পানির মডেল হওয়ার প্রস্তাব পায় আসিফ।

শহরে আসে মডেল হতে। বাসা ভাড়ার জন্য দরকার বউ। অন্যদিকে বাবার পছন্দে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে অদিতি। আসিফের সঙ্গে বউ সেজে ভাড়া বাসায় ওঠে।
পরে দুজনেই জানতে পারে, তারা ছোটবেলার সাথি।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘দেনা পাওনা’ ধারাবাহিকের দৃশ্য

দেনা পাওনা

দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

 

সঙ্গে শাকিরা

বিবিসি নিউজে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ আয়োজন ‘অ্যাকসেস অল এরিয়াস’।

এ পর্বে টিম পৌঁছেছে লাতিন পপ তারকা শাকিরার কাছে, মিয়ামি কনসার্টের ব্যাকস্টেজের নানা ঘটনা আর মঞ্চে তাঁর পারফরমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এতে।

প্রাসঙ্গিক
মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর
হুমাইরা আসগর আলী

■ চমক দেখিয়ে বাংলাদেশে এলো নতুন ‘সুপারম্যান’। গতকাল দেশের একাধিক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে জেমস গানের সুপারহিরো ছবিটি। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে ৩৫ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে ছবিটির অগ্রিম টিকিট।

■ হলিউড ছবির প্রচারে ভারতের ‘পঞ্চায়েত’।

২ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে জন সিনা, ইদ্রিস এলবা ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘হেডস অব স্টেট’। ছবিটির প্রচারের জন্য একই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’কে ব্যবহার করা হয়েছে। পঞ্চায়েতের প্রধানজির [রঘুবীর যাদব]  সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও কল কনটেন্ট প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

■ দিন কয়েক আগে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

এবার তদন্তে বেরিয়ে এসেছে, অভিনেত্রীর মৃত্যু হয়েছিল প্রায় ৯ মাস আগে। এ ঘটনায় তোলপাড় পাকিস্তানি শোবিজ অঙ্গন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ