kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ফাহমিদা নবীর সুরে সৈয়দ আব্দুল হাদী

রংবেরং প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফাহমিদা নবীর সুরে সৈয়দ আব্দুল হাদী

অনেক দিন ধরেই নিয়মিত সুর করছেন গায়িকা ফাহমিদা নবী। এবার তাঁর সুরে গাইলেন সৈয়দ আব্দুল হাদী। ১৪ অক্টোবর গানটির রেকর্ডিং হয়েছে। কথা লিখেছেন রানা মাসুদ। সম্প্রতি তিনি ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন। ২৫ অক্টোবর প্রতিযোগিতাটির পুরস্কার প্রদান অনুষ্ঠানে গানটি গাইবেন সৈয়দ আব্দুল হাদী। সংগীতায়োজন করেছেন ফাহমিদা নবীর ভাই সংগীত পরিচালক পঞ্চম। গানটির মুখ—‘আমি কেমন করে ভুলি/ ঘুড়ি ওড়া রঙিন বিকেল মেঠো পথের ধুলি/ চৈতি মেলায় পুতুল নাচের হারানো দিনগুলি’। ফাহমিদা নবী বলেন, ‘সৈয়দ আব্দুল হাদী কত বড় একজন শিল্পী তা বলার অপেক্ষা রাখে না। তাঁর মতো একজন যখন আমার সুরে গায় তা সত্যিই ভালো লাগার ব্যাপার হয়ে দাঁড়ায়। তিনি ভীষণ আবেগ দিয়ে গানটি গেয়েছেন। গানটির কথায় আমাদের কিছু ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আমিও সেভাবেই সুর করার চেষ্টা করেছি। আশা করি সবাই পছন্দ করবেন।’

মন্তব্যসাতদিনের সেরা