❏ মুম্বাইয়ের জিও মামি চলচ্চিত্র উৎসবে কারিনা কাপুর ও আলিয়া ভাটকে মঞ্চে হাজির করে করণ জোহর কথা বলেন আলিয়া ও রণবীর কাপুরের বিয়ের ব্যাপারে। চলচ্চিত্র উৎসবের মঞ্চে এমন আলোচনা করায় কঙ্গনা রানাওয়াতের বোন রাঙ্গোলি শ্যান্ডেল টুইট করেছেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর চলচ্চিত্র উৎসবকেও কিটি পার্টি বানিয়ে ছাড়ল এরা।’
❏ ‘বালা’র ট্রেলারে তাঁকে যথেষ্ট স্ক্রিন স্পেস দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভূমি পেডনেকার। তাঁকে নিয়ে আলাদা প্রোমো না বানালে করবেন না প্রচারণা।