ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

আরো খবর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
আরো খবর

❏ মুম্বাইয়ের জিও মামি চলচ্চিত্র উৎসবে কারিনা কাপুর ও আলিয়া ভাটকে মঞ্চে হাজির করে করণ জোহর কথা বলেন আলিয়া ও রণবীর কাপুরের বিয়ের ব্যাপারে। চলচ্চিত্র উৎসবের মঞ্চে এমন আলোচনা করায় কঙ্গনা রানাওয়াতের বোন রাঙ্গোলি শ্যান্ডেল টুইট করেছেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর চলচ্চিত্র উৎসবকেও কিটি পার্টি বানিয়ে ছাড়ল এরা।’

❏ ‘বালা’র ট্রেলারে তাঁকে যথেষ্ট স্ক্রিন স্পেস দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভূমি পেডনেকার। তাঁকে নিয়ে আলাদা প্রোমো না বানালে করবেন না প্রচারণা।

ওদিকে ছবিতে ভূমিকে কালো মেকআপে উপস্থাপন করা নিয়ে চলছে সমালোচনা। অনেকেই বলছেন, চরিত্রটিতে ভূমির বদলে কোনো শ্যামবর্ণ অভিনেত্রীকে নেওয়া উচিত ছিল।

❏ সোমবার মাত্র ২৫ বছর বয়সেই মারা গেছেন কোরিয়ান পপ তারকা সুলি। নারী ব্যান্ড এফের(এক্স) সাবেক গায়িকা পরে অভিনয়ে ক্যারিয়ার গড়ায় মন দেন।

সম্প্রতি টিভিতে উপস্থাপনাও শুরু করেছিলেন। জুনে একক গান ‘গবলিন’ দিয়ে ফিরেছিলেন সংগীতেও।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চলচ্চিত্র প্রযোজক শিরিন সুলতানা। আবু হায়াত মাহমুদের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি প্রযোজনা করছেন তিনি, যেটার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শাকিব খান। চলচ্চিত্র নির্মাণ ও মুক্তিতে নানা প্রতিবন্ধকতা, পাইরেসিসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন শিরিন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।

শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারির রামায়ণ-এর বাজেট প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি। তবে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, দুই পর্বের ছবিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ৪ হাজার কোটি রুপিরও বেশি। ফলে এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস

শেয়ার
অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস
‘অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস’ তথ্যচিত্রের দৃশ্য

সোমবার নেটফ্লিক্সে এসেছে ব্রাজিলীয় নির্মাতা পেত্রা কোস্টার তথ্যচিত্র অ্যাপোক্যালিপ্স ইন দ্য ট্রপিকস। ব্রাজিলের রাজনীতি ও ধর্মের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে এতে। গত দশ বছরে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ উঠে এসেছেন ধর্মীয় অবস্থান থেকে। যার মধ্য দিয়ে বদলে যাচ্ছে ব্রাজিলের আইন, নির্বাচন ও ভবিষ্যৎ।

২০২৩ সালের দাঙ্গার ঘটনাও উঠে এসেছে এ তথ্যচিত্রে।

মন্তব্য
চলচ্চিত্র

হিরো ৪২০

শেয়ার
হিরো ৪২০
‘হিরো ৪২০’ ছবিতে নুসরাত ফারিয়া ও ওম

অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন। পরিচালনা সৈকত নাসির ও সুজিত মণ্ডল। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : মিরার ভালোবাসা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা গল্প সাজায় কৃষ্ণেন্দু।

মজার বিষয় হলো, সে যেসব মিথ্যে বলে সেগুলো তার জীবনে সত্যি সত্যি ঘটতে থাকে। মিথ্যে গল্পের কারণে আরেক মেয়ে রাইয়ের প্রেমেও পড়তে হয় তাকে। ত্রিভুজ প্রেমের খেলায় মেতে ওঠে কৃষ্ণেন্দু। দ্বিধাগ্রস্ত এই সম্পর্কে শুধু ভালোবাসা নয়, জড়িয়ে পড়ে রাজনীতিও।
কৃষ্ণেন্দু কি পারবে নিজেকে অক্ষত রেখে এই দ্বিধা থেকে বের হতে?

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘দেনা পাওনা’ ধারাবাহিকের দৃশ্য

দেনা পাওনা

দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

 

ডার্টি জবস

এনিম্যাল প্লানেটে রাত ৯টায় রয়েছে টিভি সিরিজ ডার্টি জবস

আজকের পর্বে দেখা যাবে, অ্যারিজোনায় একটি অতিকায় ক্যাকটাস সরানোর কাজ করছেন সঞ্চালক মাইক রোয়ি। এরপর যায় একটি ম্যাগট ফার্মে, সেখানে পোকামাকড় নিয়ে কাজ করতে হয় তাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ