kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মিস ইউনিভার্সেও জেসিয়া

রংবেরং প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিস ইউনিভার্সেও জেসিয়া

২০১৭ সালে চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন জেসিয়া ইসলাম। নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে সেবার তাঁকে নির্বাচিত করেছিলেন বাংলাদেশের আয়োজকরা। নতুন খবর হলো, সেই জেসিয়া আছেন ‘মিস ইউনিভার্স ২০১৯—বাংলাদেশ’ প্রতিযোগিতায়ও। শুধু তাই নয়, দেড় হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন সেরা দশে। গতকাল দুপুরে গুলশানের আমিশে জুয়েলারি শপে মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন উন্মোচন হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক কানিজ আলমাস খান, তাহসান খান এবং সেরা ১০ প্রতিযোগীসহ আয়োজকরা। সেখানেই জানা গেল, এই প্রতিযোগিতায় জেসিয়ার অংশগ্রহণের খবর। আয়োজকদের একজন জানান, ‘অন্য প্রতিযোগিতায় অংশ নিলেও মিস ইউনিভার্সে আবেদন করা যাবে না, এমন কোনো শর্ত আমরা দিইনি। তা ছাড়া জেসিয়া স্বাভাবিক নিয়মেই নিবন্ধন করে এখানে অংশ নিয়েছেন। বিষয়টি আমরা জানতে পারি সেরা পঞ্চাশের তালিকা হওয়ার পর। নিজের যোগ্যতাতেই তিনি এখন সেরা দশে আছেন।’

মন্তব্যসাতদিনের সেরা