kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

১০ বছর পর

রংবেরং প্রতিবেদক   

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০ বছর পর

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী এ বছর সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় শাহবাগ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে ‘আমরা সূর্যমুখী’। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে শিল্পীর নতুন একক অ্যালবাম ‘মেঘলা দু’চোখ’-এর মোড়ক উন্মোচন। ১০ বছর পর অ্যালবামটি নিয়ে আসছেন তিনি। এর আগে ২০০৯ সালে সংগীতজীবনের ৪০ বছর পূর্তিতে তাঁর সর্বশেষ অ্যালবামটি প্রকাশিত হয়। নতুন অ্যালবামটি আসছে জি-সিরিজের ব্যানারে। এতে গান থাকছে ১৪টি। গানগুলোর কথা লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মোঃ আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আব্দুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। একটি বাদে সব গানের সুর করেছেন তিমির নন্দী নিজেই।

তিমির নন্দী বলেন, ‘৫০ বছর ধরে গান করে যাওয়া একজন শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি। এমন সময়ে এমন একটি অনুষ্ঠান হচ্ছে ভেবে খুব ভালো লাগছে। দিনটিকে স্মরণীয় করে রাখতেই নতুন অ্যালবামটি প্রকাশ করছি।’

মন্তব্যসাতদিনের সেরা