kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

দুবাইয়ে মিলল প্রযোজক

রংবেরং প্রতিবেদক   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুবাইয়ে মিলল প্রযোজক

ইফতেখার চৌধুরীর সেলফিতে শাকিব খান ও সুলেমান আলী

৬ সেপ্টেম্বর দুবাই যান শাকিব খান। উদ্দেশ্য ছিল শুটিংয়ের জন্য লোকেশন খোঁজা। কিন্তু কে জানত লোকেশনের পাশাপাশি প্রযোজকও পেয়ে যাবেন তিনি! শাকিবের এস কে ফিল্মসের সঙ্গে এখন থেকে যৌথভাবে ছবি নির্মাণ করবেন দুবাইয়ের ব্যবসায়ী সুলেমান আলী। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। পেশায় ব্যবসায়ী হলেও সংস্কৃতির প্রতি আগ্রহ তাঁর দীর্ঘদিনের। শাকিবের সঙ্গে দেখা হলে যৌথভাবে ছবি নির্মাণের আগ্রহের কথা জানান তিনি। শুনে পরিচালক ইফতেখার চৌধুরী প্রস্তাব দেন ছবি নির্মাণের। তখনই সিদ্ধান্ত হয়, শাকিবের সঙ্গে যৌথভাবে বছরে অন্তত দুটি করে ছবি নির্মাণ করবেন সুলেমান। ইফতেখার বলেন, ‘শাকিব এবং সুলেমানের প্রথম ছবিটি আমি পরিচালনা করব। এখন গল্প লেখার কাজ চলছে। অ্যাকশনধর্মী ছবিটির শুটিং হবে দুবাই ও লন্ডনে। সুলেমান ভাইয়ের মতো মানুষরা চলচ্চিত্রে বিনিয়োগ করলে আগামীতে সুসময় ফিরে আসবে। তিনি বাঙালি না হয়েও বাংলা সংস্কৃতিকে ভালোবেসেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’ ২০২০ সালের কোরবানির ঈদে শাকিব-সুলেমানের যৌথ প্রযোজনায় প্রথম ছবি মুক্তি পাবে বলেও জানান ইফতেখার।

মন্তব্যসাতদিনের সেরা