kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ভালোবাসার প্রমাণ

রংবেরং ডেস্ক   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভালোবাসার প্রমাণ

নিজের মেয়েদের প্রতি ভালোবাসার প্রমাণ দিলেন ম্যাট ডেমন। নিজের বাহুতে চার মেয়ের নাম ট্যাটু করিয়েছেন এই অভিনেতা। সেখানে অবশ্য আগে থেকেই আরো দুটি ট্যাটু আছে। একটিতে লেখা আছে স্ত্রী লুসিয়ানা বারাসোর ডাকনাম—‘লুসি’। আগের ট্যাটু দুটির পাশেই চার মেয়ের নাম লিখিয়েছেন ম্যাট। সাজিয়েছেন বয়সের ক্রমানুসারে। সবার ওপরে অ্যালেক্সিয়া, তারপর ইসাবেলা, গিয়া, আর সবার শেষে স্টেলা। ট্যাটু চারটা আঁকিয়েছেন ড্যানিয়েল স্টোনকে দিয়ে। বিখ্যাত এই ট্যাটু আঁকিয়ে এ নিয়ে অনেক তারকার শরীরেই ট্যাটু এঁকেছেন। সে তালিকায় আছেন লেডি গাগা, জো জোনাস ও মাইলি সাইরাসও। তাতে ম্যাটের নাম যুক্ত হওয়ায় ভীষণ আনন্দিত স্টোন। বলেন, ‘ম্যাট একজন কিংবদন্তি। মানুষ হিসেবেও দুর্দান্ত। ওর শরীরে ট্যাটু আঁকতে পেরে আমি গর্বিত। ও আমার প্রিয় অভিনেতাদের একজন।’ ম্যাটের মতো লুসির শরীরেও ট্যাটু আছে। তবে সেখানে স্বামীর নয়, লেখা আছে এলসা প্যাটাকির নাম। সে ম্যাটের ঘনিষ্ঠ বন্ধু ক্রিস হেমসওয়ার্থের স্ত্রী। ম্যাট-ক্রিসের মতো লুসি-এলসাও ভীষণ ভালো বন্ধু বনে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা