kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

আরো খবর

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► ১১ বছরের সংসারজীবনের ইতি টেনে দিয়া মির্জা ও সাহিল সাঙ্গা বিচ্ছেদ ঘটিয়েছেন।

► সালমান খান, আলিয়া ভাটের ‘ইনশাল্লাহ’র শুটিং শুরু হবে এ মাসের মাঝামাঝি। সঞ্জয়লীলা বানসালির ছবিটির শুটিংয়ের বড় অংশ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

► টানা সাফল্যে অক্ষয় কুমার পারিশ্রমিক বাড়িয়ে ৫৪ কোটি রুপি করেছেন বলে খবর। অভিনেতার পরের ছবি ‘মিশন মঙ্গল’ মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবসে।

► ‘হাউসফুল ৪’ হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল কমেডি ছবি। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন অভিনীত ছবিটি এ বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা।

► ঘনিষ্ঠ বান্ধবী ফ্রান্সিয়া রাইসার সঙ্গে সেলেনা গোমেজের কথা বন্ধ। সেলেনার পানাসক্তির জন্যই গায়িকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন রাইসা। বছর কয়েক আগে এই রাইসার দেওয়া কিডনিতেই জীবন বাঁচে সেলেনার।

মন্তব্যসাতদিনের সেরা