kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

চলচ্চিত্র

২৯ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলচ্চিত্র

আসলাম ভাই : অভিনয়ে মান্না, জনা, মিশা সওদাগর। পরিচালনা ইস্পাহানী আরিফ জাহান। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : বড় হয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে আসলাম।

বিজ্ঞাপন

তার ছোট বোন মালার স্বপ্ন সংগীতশিল্পী হওয়ার। মিনার সঙ্গে প্রেম হয় আসলামের। এলাকার খেলার মাঠ দখল করতে চায় বিশু। মাঠ রক্ষা করতে গিয়ে বিশুর ভাই খুন হয় আসলামের হাতে। ভাই হত্যার প্রতিশোধ নিতে আসলামের পিছু নেয় বিশু।

 

প্রেমের কাহিনী : অভিনয়ে দেব, কোয়েল মল্লিক। পরিচালনা রবি কিনাগি। বিকেল ৪টা ৩০ মিনিট, জলসা মুভিজ।

গল্পসূত্র : এক শপিং মলে বর্ষার সঙ্গে দেখা হয় আকাশের। প্রথম দেখায় বর্ষার প্রেমে পড়ে সে। কিন্তু বর্ষার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম খুঁজে পায় না। একদিন মায়ের সঙ্গে তার বান্ধবীর মেয়ের বিয়েতে গিয়ে বর্ষার দেখা পায় আকাশ। আবিষ্কার করে—বিয়ের কনে আর কেউ নয়, বর্ষা নিজেই।

 

দাগ : দ্য ফায়ার : অভিনয়ে সঞ্জয় দত্ত, চন্দ্রচূড় সিং, মহিমা চৌধুরী। পরিচালনা রবি কানওয়ার। সন্ধ্যা ৬টা ৫ মিনিট, স্টার গোল্ড।

গল্পসূত্র : সাবেক ভারতীয় সেনা সদস্য করণ। সে তার বাবার প্রতি অবিচারের প্রতিশোধ নিতে চায়, যাকে ভুলভাবে একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।

 

বিউটি অ্যান্ড দ্য বিস্ট : অভিনয়ে ড্যান স্টিভেন্স, এমা ওয়াটসন। পরিচালনা বিল কনডন। রাত ৯টা ৩০ মিনিট, স্টার মুভিজ।

গল্পসূত্র : এক ধনী ব্যবসায়ী আটক হয় কিম্ভূতকিমাকার জন্তুর হাতে। বাবাকে উদ্ধারে এসে সেই জন্তুর হাতেই বন্দি হয় ব্যবসায়ীর সুন্দরী মেয়ে বেলে। বন্দি অবস্থায় বেলের সঙ্গে সেই জন্তুটির প্রেম হয়। জানা যায়, জন্তুটি আসলে অভিশপ্ত এক রাজপুত্র।সাতদিনের সেরা