kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

অপু নন বুবলী

রংবেরং প্রতিবেদক   

১৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅপু নন বুবলী

ছয় বছর আগে জাকির হোসেন রাজু ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবি নির্মাণের ঘোষণা দেন। শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসকে নেওয়ার সিদ্ধান্ত নেন। দুজনকে নিয়ে মহরত করেন। সে সময় মিডিয়াগুলোতে ছবিটি নিয়ে আশাবাদও প্রকাশ করেন অপু। কিন্তু পরবর্তীকালে কোনো এক অদৃশ্য কারণে ক্যামেরা আর শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি। অবশ্য এর পরপরই শাকিব-অপুর মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। ভেঙে যায় ঢালিউডের চাহিদাসম্পন্ন এই জুটি। দীর্ঘ ছয় বছর পর আবার ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন রাজু। নায়ক শাকিবই থাকছেন। তবে নায়িকার স্থানে আনছেন পরিবর্তন। অপুর স্থলাভিষিক্ত হচ্ছেন বুবলী। এর আগে ‘বসগিরি’, ‘শ্যুটার’ ও ‘রংবাজ’ ছবিতেও অপুর স্থলে নেওয়া হয়েছিল বুবলীকে। ছবিগুলো ব্যবসাসফলও হয়েছিল। এবারও কি সেটা ঘটবে? রাজু বলেন, ‘বুবলী ভাগ্যবতী অভিনেত্রী। এখন পর্যন্ত যে সিনেমাগুলোতে অভিনয় করেছেন সবই দর্শক গ্রহণ করেছে। এবারও ব্যতিক্রম হবে বলে মনে হয় না। নানা কারণে এত দিন ছবিটির শুটিং শুরু করতে পারিনি। এবার আশা করছি ভালোয় ভালোয় সব কিছু হয়ে যাবে।’সাতদিনের সেরা