kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

বদরুল আলম বকুল আর নেই

রংবেরং প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুরকার-সংগীত পরিচালক বদরুল আলম বকুল আর নেই। গতকাল ভোরে হাতিরপুলের ভূতের গলির নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। বয়স হয়েছিল আনুমানিক ৫৭ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীতাঙ্গনের অনেকেই। খালিদ হাসান মিলুর গাওয়া বিখ্যাত গান ‘কতদিন দেহি না মায়ের মুখ’-এর সুরকার তিনি। শুভ্র দেবের জনপ্রিয় গান ‘কৃষ্ণচূড়ার ছায়ায় ছায়ায়’, সেলিম চৌধুরীর ‘কবিতার মতো চোখ’সহ অনেক গানের সুর করেছেন তিনি। রফিকুল আলম, আবিদা সুলতানা, হাসান চৌধুরীসহ অনেকেই তাঁর সুরে গেয়েছেন। তবে সংগীতায়োজনের কাজই বেশি করতেন। ডলি সায়ন্তনীর জনপ্রিয় অ্যালবাম ‘হে যুবক’সহ অনেক অ্যালবামের সংগীতায়োজন তাঁর করা। শেষ দিকে কাজ করেছেন মূলত বিটিভির সংগীত পরিচালক হিসেবে। বিটিভিতে ‘মিউজিক’ নামের একটি অনুষ্ঠানও উপস্থাপনা করতেন।

মন্তব্যসাতদিনের সেরা