kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

আইয়ুব বাচ্চুর স্মরণে কলকাতার ‘ফকিরা’

রংবেরং প্রতিবেদক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইয়ুব বাচ্চুর স্মরণে কলকাতার ‘ফকিরা’

আইয়ুব বাচ্চু মারা গেছেন গত ১৮ অক্টোবর। এখনো তাঁর শোক, স্মৃতি ভুলতে পারছেন না ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রয়াত এই ব্যান্ড তারকার স্মরণে গান বেঁধেছেন কলকাতার ব্যান্ড ‘ফকিরা’র দুই সদস্য অপূর্ব দাস ও তিমির বিশ্বাস। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটির

কথা ও সুর করেছেন অপূর্ব দাস। কণ্ঠ দিয়েছেন তিমির বিশ্বাস। সংগীতায়োজনেও তিমির। তাঁর সঙ্গে গিটার বাজিয়েছেন অপূর্ব। ইউডি সিরিজের ব্যানারে মার্চের তৃতীয় সপ্তাহে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন অপূর্ব। ইউটিউবের পাশাপাশি গানটি শোনা যাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও। অপূর্ব দাস বলেন, ‘আমার সংগীত জীবনের অনেক বড় একটা অংশজুড়ে আছেন আইয়ুব বাচ্চু স্যার। তিনি মারা যাওয়ার পর মনে হয়েছিল নিজের পরিবারের কাউকে হারালাম! আমার মতো সংগীতপ্রেমীদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকের মতো। তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকেই গানটি করেছি। এটা তাঁর প্রতি আমাদের একটা সম্মান প্রদর্শন।’

মন্তব্যসাতদিনের সেরা