kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

নাজিম উদ্দিনের উপন্যাস নিয়ে ভারতে ওয়েব সিরিজ

রংবেরং প্রতিবেদক   

১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১৫ সালে প্রকাশিত হয়েছিল মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি‘। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আলোচিত হয়। গত বছর বইটির ভারতীয় সংস্করণ প্রকাশ করে কলকাতার অভিযান পাবলিশার্স। এ বছর ঢাকা ও কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে সিরিজের দ্বিতীয় বই ‘রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি’।

বিজ্ঞাপন

উপন্যাসটি অবলম্বনে এবার কলকাতায় নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়া উপন্যাসটির অডিও-ভিজ্যুয়াল স্বত্ব কিনে নিয়েছে। নাজিম উদ্দিন বলেন, ‘অনেক দিন ধরেই টিভিওয়ালা মিডিয়ার সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছিল। সম্প্রতি আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে কলকাতা গেলে কথা চূড়ান্ত হয়। এটা আমার জন্য খুবই আনন্দের। মূল চরিত্র করবেন বাংলাদেশেরে একজন, যা ভেবে আরো বেশি ভালো লাগছে। ’

টিভিওয়ালা মিডিয়ার স্বত্বাধিকারী অমিত কুমার গাঙ্গুলি জানান, উপন্যাসটি ওয়েব সিরিজ করার জন্য উপযুক্ত বলেই এর অডিও-ভিজ্যুয়াল রাইটস নিয়েছেন তাঁরা। এটি কে পরিচালনা করবেন, তা এখনো ঠিক হয়নি।সাতদিনের সেরা