২০১৫ সালে প্রকাশিত হয়েছিল মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি‘। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আলোচিত হয়। গত বছর বইটির ভারতীয় সংস্করণ প্রকাশ করে কলকাতার অভিযান পাবলিশার্স। এ বছর ঢাকা ও কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে সিরিজের দ্বিতীয় বই ‘রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি’।
বিজ্ঞাপন
টিভিওয়ালা মিডিয়ার স্বত্বাধিকারী অমিত কুমার গাঙ্গুলি জানান, উপন্যাসটি ওয়েব সিরিজ করার জন্য উপযুক্ত বলেই এর অডিও-ভিজ্যুয়াল রাইটস নিয়েছেন তাঁরা। এটি কে পরিচালনা করবেন, তা এখনো ঠিক হয়নি।