kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

শুভর ‘কালোজিরা’

রংবেরং প্রতিবেদক   

১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যবসায় নাম লেখালেন সংগীতশিল্পী কাজী শুভ। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে (টোকিও স্কয়ারের বিপরীতে) ‘কালোজিরা’ নামের একটি রেস্টুরেন্ট খুলেছেন তিনি। শুভর সঙ্গে যুক্ত রয়েছেন দূরবীন ব্যান্ডের ভোকাল আইয়ুব শাহরিয়ার এবং আরো দুজন। ১৬ জানুয়ারি সন্ধ্যায় রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাইবার ক্রাইম) নাজমুল ইসলাম, কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাঈদ শহীদ, সোহেল মেহেদী, শেফ টনি খান প্রমুখ।

কাজী শুভ বলেন, ‘আমি ভোজনরসিক। নিজে খেতে ও অন্যকে খাওয়াতে ভালোবাসি। কালোজিরা শুধু রেস্টুরেন্ট না, আমাদের নিজেদের ঘর। তাই এখানে আসার জন্য আমার ভক্ত-অনুরাগীসহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

মন্তব্য