ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ব্যাংককে ৫ ছবির ১০ গান

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ব্যাংককে ৫ ছবির ১০ গান

গতকাল সন্ধ্যার ফ্লাইটে ব্যাংকক গেছেন শাকিব খান ও বুবলি। আগে থেকেই সেখানে আছেন ববি ও রোশান। এক সপ্তাহ পর যাবেন মিষ্টি জান্নাত ও সূর্য। এই তিন জুটি সেখানে ‘ক্যাপ্টেন খান’, ‘বেপরোয়া’, ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’, ‘শাহেনশাহ’ ও ‘তুই আমার রানী’ ছবির গানের শুটিং করবেন।

এর আগে একসঙ্গে এত গান ও এত তারকা একসঙ্গে হননি ব্যাংককে। হঠাৎ কেন একসঙ্গে এত গানের সেখানে শুটিং হচ্ছে? প্রশ্নের উত্তরে শাকিব বলেন, “আমার তিন ছবি—‘ক্যাপ্টেন খান’, ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ও ‘শাহেনশাহ’র প্রযোজনা প্রতিষ্ঠান একই। প্রযোজক একসঙ্গে পাঁচটি গান শুটিং করছেন, এতে খরচ কিছুটা হলেও কমবে।’ মিষ্টি জান্নাত বলেন, “আমার গান দুটির কোরিওগ্রাফার কলকাতার আদিল শেখ।
তিনি একই সময়ে ‘বেপরোয়া’ ছবির গানেরও কোরিওগ্রাফি করবেন। বাংলাদেশে তাঁকে আনতে গেলে খরচ বাড়বে। যখন শুনলাম তিনি ব্যাংককেই থাকবেন আরো কিছুদিন, সিদ্ধান্ত নিলাম নায়ক সূর্যকে নিয়ে উড়াল দেব।’ ববি বলেন, ‘আগে থেকেই কলকাতায় শুটিং করছিলাম।
প্রযোজক সিদ্ধান্ত নিলেন দেশে না ফিরে সরাসরি ব্যাংকক গিয়ে গানগুলোর শুটিং শেষ করবেন। আমিও রাজি হয়ে গেলাম। কারণ ব্যাংককের লোকেশন আমার খুব প্রিয়।’

‘ক্যাপ্টেন খান’ ও ‘বেপরোয়া’র মুক্তি পাওয়ার কথা এই ঈদে। ‘তুই আমার রানী’ ছবির গান ছাড়া অন্যান্য শুটিং শেষ হলেও ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ও ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হচ্ছে গানের মাধ্যমে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ