দুই বছর আগে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন আসিফ আকবর। কলকাতার শ্রী প্রীতমের সুরে গানটি তরুণদের মাঝে ভালো সাড়া ফেলে। পরিচালক শাহীন সুমন গানটি শুনেই সিদ্ধান্ত নেন, এই শিরোনামে একটি ছবি করবেন। যোগাযোগ করেন শাকিব খানের সঙ্গে।
একটা প্রেম দরকার মাননীয় সরকার
রংবেরং প্রতিবেদক

সম্পর্কিত খবর

অন্তর্জাল
ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫

মাসখানেক আগে বঙ্গতে প্রচার শুরু হয় কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবার এসেছে ইউটিউবে। বৃহস্পতিবার রাতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে প্রথম পর্ব। এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ।

চলচ্চিত্র
আমার জান আমার প্রাণ

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রেসি। পরিচালনা সোহানুর রহমান সোহান। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।
গল্পসূত্র : গ্রামে কাবাডি খেলায় জিতে এক কম্পানির মডেল হওয়ার প্রস্তাব পায় আসিফ।

টিভি হাইলাইটস

দেনা পাওনা
দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।
সঙ্গে শাকিরা
বিবিসি নিউজে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ আয়োজন ‘অ্যাকসেস অল এরিয়াস’।

আরো খবর

■ চমক দেখিয়ে বাংলাদেশে এলো নতুন ‘সুপারম্যান’। গতকাল দেশের একাধিক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে জেমস গানের সুপারহিরো ছবিটি। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে ৩৫ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে ছবিটির অগ্রিম টিকিট।
■ হলিউড ছবির প্রচারে ভারতের ‘পঞ্চায়েত’।
■ দিন কয়েক আগে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।